Hania Aamir

‘সিঁদুর’ বিতর্কে পাক অভিনেত্রী হানিয়া আমির! দিলজিতের নায়িকা প্রসঙ্গে কী জানালেন প্রযোজক?

কয়েক জন পাক শিল্পী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনায় করায় তাঁদের সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন হানিয়া আমির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৩:১৯
Share:

হানিয়া আমিরকে নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বিতর্ক। পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে আরও এক বার। ঘটনার পর থেকে পাকিস্তানি শিল্পীদের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশেষত কয়েক জন পাক শিল্পী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনায় করায় তাঁদের সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন হানিয়া আমির। আর এই হানিয়াই দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবির নায়িকা। তাই ছবিটি নিয়ে বিতর্ক তুঙ্গে। অবশেষে বিতর্কে মুখ খুলেছেন ছবির প্রযোজক গুণবীর সিংহ।

Advertisement

‘সর্দারজি ৩’ ছবি যেন ভারতে মুক্তি না পায়— বিভিন্ন সংগঠন থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এমনকি ছবি মুক্তি পেলে দিলজিৎকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। ‘নির্লজ্জ’, ‘স্বার্থপর’, এমন নানা কটাক্ষ ধেয়ে এসেছিল পঞ্জাবি শিল্পীর দিকে। কিন্তু ছবির শুটিং হয়েছে পহেলগাঁও কাণ্ডের বহু আগেই।

প্রযোজক গুণবীর সংবাদমাধ্যমকে বলেছেন, “পাকিস্তানের সঙ্গে সমস্যা শুরু হওয়ার অনেক আগেই ছবির শুটিং সেরে ফেলেছিলাম আমরা। তা-ও ভারতের মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে আমরা ভারতে এই ছবির মুক্তি বন্ধ রেখেছি।”

Advertisement

ভারতেও রয়েছে হানিয়া আমিরের অসংখ্য ভক্ত। তাঁরাও এই ছবি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু পাক অভিনেত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। তাঁর অভিনীত ‘সর্দারজি ৩’ ছবি নিষিদ্ধ করার দাবি ওঠে। গত ১১ জুন সিবিএফসি-র কাছে এফডব্লিউআইসিই এই ছবিকে ছাড়পত্র না দেওয়ার আর্জি জানায়। অবশেষে সেই ছবি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন, এই ছবি কেবল আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে। এমনকি ছবির ঝলক পর্যন্ত ইউটিউবে দেখতে পাচ্ছেন না ভারতের দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement