তিন ছেলেমেয়ের জন্মদিনে ফারহা পেলেন তিন লক্ষের পরিবার

এ যেন তিন এক্কে তিন। শুক্রবার পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খানের তিন সন্তানের জন্মদিন। আর এ দিনই টুইটারে তিন লক্ষ ফলোয়ার হল তাঁর। অন্যা, দিবা এবং সিজার আজ আট বছর পূর্ণ করল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫২
Share:

অন্যা, দিবা এবং সিজার। ছবি: টুইটারের সৌজন্যে।

এ যেন তিন এক্কে তিন।

Advertisement

শুক্রবার পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খানের তিন সন্তানের জন্মদিন। আর এ দিনই টুইটারে তিন লক্ষ ফলোয়ার হল তাঁর।

অন্যা, দিবা এবং সিজার আজ আট বছর পূর্ণ করল। টুইটারে তিন খুদের ছবি শেয়ার করে গর্বিত মা লিখেছেন, ‘‘আট বছর হল আজ। কী ভাবে সময় কেটে যায়। আরও একটা ভাল খবর। আজ তিন লক্ষের টুইটার পরিবার হল আমার। ভাল এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।’’

Advertisement

জন্মদিনে ছেলে-মেয়েদের নিয়ে স্পেশাল ডিনারের প্ল্যান করেছেন ফারহা। এ দিন কোনও কাজও রাখেননি। ছুটির মেজাজে ফ্যামিলি টাইম কাটিয়েছেন সপরিবার।

আরও পড়ুন

এক ফ্রেমে শাহরুখ-রোহিত-ফারহা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement