(বাঁ দিকে) সানিয়া মির্জা (ডান দিকে) ফরাহ খান। ছবি: সংগৃহীত।
২০২৪ সালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন টেনিস তারকা সানিয়া মির্জা। বিবাহবিচ্ছেদের মাস ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়ে করেন শোয়েব। ছেলেকে নিয়ে পাকাপাকি ভাবে দুবাইয়ে থাকেন সানিয়া। কাজের সূত্রে মুম্বইয়ে যাতায়াত করেন। বিবাহবিচ্ছেদের পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সানিয়া। বান্ধবীর এই অসময়ে পাশে ছিলেন ফরাহ খান। সানিয়ার জন্য পাজামা পরে ছুটতে হয় শুটিংয়ের সেটে।
শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলেকে একা মানুষ করার দায়িত্ব সানিয়ার কাঁধে। সম্প্রতি সানিয়ার বাড়িতে আড্ডা দিতে যান ফরাহ, তাঁর ইউটিউবের চ্যানেলের জন্য। যদিও সানিয়ার জীবনের এই সফরের সবটাই জানেন ফরাহ। তবু তিনি প্রশ্ন করেন, একা মায়ের লড়াই কতটা? সানিয়া তাতে সাফ জানান, নিজের কাজ সন্তানের দায়িত্ব, মাতৃত্ব নিজের পড়াশোনা— সবটা মিলিয়ে মাঝেমধ্যে আবেগতাড়িত হয়ে যান। সানিয়া জানান, তাঁর জীবনের একবারে স্পর্শকাতর একটা সময়ে তিনি ফরাহকে পাশে পেয়েছেন। ফরাহ বলেন, ‘‘তুমি থরথর করে কাঁপছিলে। আমি এর আগে তোমার ‘প্যানিক অ্যাটাক’ হতে দেখিনি। তাই যখন ডাকলে, আমার শুটিং ছেড়ে বাড়িতে পরার পাজামা ও হাওয়াই চটি পরে ছুটেছিলাম।’’ ফরাহরের কথায় সম্মতি জানিয়ে সানিয়ে বলেন, ‘‘সেদিন তুমি না থাকলে শুটিং করতে পারতাম না।’’