গোবিন্দ দিলেন কোন বার্তা? ছবি: সংগৃহীত।
সোমবার রাতে গাড়ি চালিয়ে ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দ। মঙ্গলবার রাতেই নিজেই বাড়িতে মাথা ঘুরে পড়ে যান অভিনেতা। ফোনে চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু অস্বস্তি থাকায় রাত ১টা নাগাদ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ১২ ঘণ্টা পার করে নিজের স্বাস্থ্যের খবর দিলেন গোবিন্দ।
এক বছরের মাথায় এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হতে হল গোবিন্দকে। গত বছর অক্টোবর মাসে দুর্ঘটনাবশত নিজেই নিজের পায়ে গুলি চালিয়ে ফেলেছিলেন তিনি। হাঁটুর নীচে লেগেছিল সেই গুলি। এক ঘণ্টার অস্ত্রোপচারে সেই গুলি বার করা হয়েছিল। মুম্বইয়ের জুহুতে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এ বারও সেই একই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।
বুধবার হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা নিজেই জানান যে তাঁর অবস্থা স্থিতিশীল। গোবিন্দ বলেন, ‘‘সকলের উৎকণ্ঠা বুঝতে পারছি। ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। এখন একেবারে ভাল আছি।’’ শোনা যাচ্ছে, যে সময়ে অভিনেতার শরীর খারাপ হয়, তখন সঙ্গে কেউ ছিল না। অভিনেতার এমন অসুস্থতার নেপথ্য কারণ নাকি অতিরিক্ত কায়িক পরিশ্রম। প্রয়োজনের তুলনায় বেশি শরীরচর্চার কারণেই নাকি দুর্বল হয়ে গিয়েছেন অভিনেতা।