Vicky kaushal

পরশুরামের চরিত্রের জন্য সত্যিই মদ ও মাছ-মাংস ছেড়েছেন ভিকি? আসল ঘটনা প্রকাশ করলেন পরিচালক

পৌরাণিক চরিত্র পরশুরামকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। চরিত্রের সঙ্গে যোগস্থাপন করার জন্যই নাকি ভিকি ও অমর এই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:০৬
Share:

আমিষ খাবার ছুঁয়েও দেখছেন না ভিকি? ছবি: সংগৃহীত।

‘মহাবতার’ ছবিতে অভিনয় করার জন্য নাকি মাছ-মাংস ও মদ্যপান ছাড়ছেন ভিকি কৌশল। পরিচালক অমর কৌশিকও নাকি একই পথে হেঁটেছেন, এমনও শোনা গিয়েছিল। সত্যিই কি তাই? এ বার মুখ খুললেন স্বয়ং অমর কৌশিক।

Advertisement

পৌরাণিক চরিত্র পরশুরামকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। চরিত্রের সঙ্গে যোগস্থাপন করার জন্যই নাকি ভিকি ও অমর এই সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে অমরকে প্রশ্ন করা হয়েছিল। পরিচালকের জবাব, “আপনারা এই ধরনের গুঞ্জন কোথা থেকে পান? ভাই, এই সব গুজব বন্ধ করুন। আমরা যখন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করব, তখনই এই সব বিশ্বাস করবেন। অন্য কারও কথা দয়া করে শুনবেন না।”

কিছু দিন আগে বলিউডের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “‘মহাবতার’ এমন একটি ছবি, যেটায় অভিনয় করতে গেলে সম্পূর্ণ মনোযোগ দরকার। তাই দর্শকের জন্য সর্বৈব ভাবে ছবিতে মন দিচ্ছেন ভিকি ও অমর কৌশিক।”

Advertisement

এমনকি এই গুঞ্জনও ছড়ায়, আগামী বছরের মাঝামাঝি নাকি ছবির জন্য বড় করে একটি পুজোর আয়োজন করবেন অমর ও ভিকি। তবে এই গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ‘মহাবতার’ ছবির পরিচালক।

গত বছর নভেম্বর মাসে এই ছবির ঘোষণা হয়েছিল। কিন্তু এক বছর হয়ে গেলেও এই ছবির শুটিং এখনও শুরু হয়নি। তবে খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। আগামী বছর বড়দিনের সময়ে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

উল্লেখ্য, সম্প্রতি বাবা হয়েছেন ভিকি কৌশল। সুখবর নিজেরাই ভাগ করে নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement