AR Rahman

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ জানির বিরুদ্ধে! বিতর্কিত শিল্পীর পাশে এআর রহমান?

নাবালিকা সহযোগী-কোরিয়োগ্রাফারকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে জানির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সেই জানির সঙ্গেই জোট বেঁধে কাজ করছেন এআর রহমান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৪:২০
Share:

জানি মাস্টারের সঙ্গে এআর রহমান। ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে এআর রহমান। যৌন হেনস্থায় অভিযুক্ত শিল্পীর সঙ্গে জোট বাঁধায় কটাক্ষের শিকার হলেন সুরকার।

Advertisement

রাম চরণের ছবি ‘পেড্ডি’র ‘চিকিরি চিকিরি’ গানের কোরিয়োগ্রাফি করেছিলেন জানি মাস্টার। তাঁর বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকা সহযোগী-কোরিয়োগ্রাফারকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে জানির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। সেই জানির সঙ্গেই জোট বেঁধে কাজ করছেন এআর রহমান। বিষয়টি প্রকাশ্যে আসতেই এআর রহমানকে বাক্যবাণে বিদ্ধ করছেন নেটাগরিকেরা। সুরকারের সংবেদনশীলতার অভাব রয়েছে বলে দাবি তাঁদের।

‘চিকিরি চিকিরি’ গানটির পরিচালনা করেছেন এআর রহমান। গত ৯ নভেম্বর সমাজমাধ্যমে জানি মাস্টার একটি পোস্ট করেন। এআর রহমানের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে জানি লিখেছিলেন, “এআর রহমান স্যরের গানের সঙ্গে সঙ্গে নাচতে নাচতে আমরা বড় হয়েছি। তাই বিশ্বাস করতে পারছি না, ওঁর তৈরি গানের কোরিয়োগ্রাফি আমি করেছি। পাশে থাকার জন্য ধন্যবাদ স্যর।” এই সুযোগ পাওয়ার জন্য ‘পেড্ডি’ ছবির পরিচালক ও নির্মাতাদেরও কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি।

Advertisement

এই পোস্ট ভাইরাল হতেই নেটাগরিকেরা যৌন হেনস্থার ঘটনার কথা মনে করিয়ে দেন। তাঁদের প্রশ্ন, কী ভাবে এক যৌন হেনস্থাকারীর সঙ্গে জোট বেঁধে কাজ করছেন এআর রহমান? একসময় তামিল গীতিকার বৈরামুথুর সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলেন এআর রহমান। কারণ, তাঁর বিরুদ্ধেও যৌন হেনস্থার প্রায় ২০টি অভিযোগ ছিল। তাই নেটাগরিকদের প্রশ্ন, “এই দ্বিচারিতার কী অর্থ? একই অভিযোগ দুই শিল্পীর বিরুদ্ধে। অথচ দু’জনের সঙ্গে ভিন্ন আচরণ করছেন এআর রহমান।”

আর এক নেটাগরিক লিখেছেন, “সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না, জানি মাস্টারের অভিযোগের বিষয়ে এখনও এআর রহমান জানেন না। আর জেনে থাকলেও, কী ভাবে জানির সঙ্গে কাজ করছেন। এআর রহমানের থেকে এটা কখনওই আশা করিনি।” এআর রহমানের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি এই প্রসঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement