Delhi Red Fort explosion

‘দোষীদের কড়া শাস্তি চাই’, দিল্লির বিস্ফোরণে স্তব্ধ দেশ! ক্ষোভপ্রকাশ রবীনা, সোনুদের

কী ভাবে রাজধানীর রাজপথে ভরা সন্ধ্যায় এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। তাই বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বলি তারকারাও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:০৫
Share:

দিল্লি বিস্ফোরণে দুঃখপ্রকাশ রবীনা ও সোনুদের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লিতে লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। কী ভাবে রাজধানীর রাজপথে ভরা সন্ধ্যায় এমন ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রওনা দেওয়ার কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হয়। তাই বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বলি তারকারাও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

রবীনা টন্ডন সমাজমাধ্যমে লিখেছেন, “দিল্লি বিস্ফোরণে যে পরিবারগুলি প্রিয়জনদের হারাল, তাদের প্রতি সমবেদনা রইল। সাংঘাতিক ঘটনা।”

এই পরিস্থিতিতে মানুষকে পরস্পরের পাশে থাকার বার্তা দিয়েছেন সোনু সুদ। অভিনেতা লিখেছেন, “দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় যাঁরা বিপর্যস্ত হলেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। নিহত ও তাঁদের পরিবারের পাশে থাকি, চলুন। এই সময়ে পরস্পরের পাশে থাকতে হবে। শান্তি বজায় রাখতে হবে।”

Advertisement

রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূর এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। তিনি লিখেছেন, “যাঁরা প্রাণ হারালেন তাঁদের পরিবার এবং আহতদের প্রতি আমি সমব্যথী। নিহতদের জন্য প্রার্থনা করছি। বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছি। দোষীরা যেন কড়া শাস্তি পান।”

বলিউড থেকে সিদ্ধার্থ মলহোত্রও শোকপ্রকাশ করেছেন। নেহা শর্মা এবং বিনীত কুমার সিংহও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।

সূত্রের খবর, বিস্ফোরণে উড়ে যাওয়া ওই আই২০ গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার। গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে। তাঁকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, জেরায় সলমন দাবি করেছেন, তিনি এখন আর ওই গাড়ির মালিক নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement