রণবীরের জীবনে দিল্লি বিস্ফোরণের প্রভাব। ছবি: সংগৃহীত।
দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে ১২ জনের। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের তারকারাও। জানা যাচ্ছে, দিল্লির ঘটনা প্রভাব ফেলতে পারে রণবীর সিংহের জীবনেও।
বর্তমানে বলি তারকা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয় রয়েছে এই ছবিতে। রণবীরের সাজ ও চেহারা নিয়েও চর্চা হচ্ছে বিস্তর। ‘ধুরন্ধর’-এর মূল-ঝলক মুক্তি পাওয়ার কথা বুধবার। কিন্তু ঝলক-মুক্তি থমকে যেতে পারে বলে শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, দিল্লির মর্মান্তিক ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সমাজমাধ্যমে বলিউড সংক্রান্ত একটি পাতা থেকে লেখা হয়েছে, “‘ধুরন্ধর’ ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল বুধবার। কিন্তু দিল্লির মর্মান্তিক ঘটনার জেরে ঝলক-মুক্তি থমকে যেতে পারে।” শোনা যাচ্ছে, ছবিতে সন্ত্রাসবাদের প্রসঙ্গ রয়েছে। তাই এই ছবির ঝলক-মুক্তি এখন স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও এই বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।
বুধবার মুম্বইয়ের ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এ এই ঝলক মুক্তি পাওয়ার কথা। ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন, সারা অর্জুন। ছবির পরিচালনা করেছেন আদিত্য ধর। এর আগে আদিত্য ধর ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’, ‘আর্টিকল ৩৭০’-এর মতো ছবি পরিচালনা করেছেন। সম্প্রতি তাঁর ছবি ‘বারামুল্লা’ মুক্তি পেয়েছে ওটিটি মঞ্চে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের কথা তুলে ধরা হয়েছে।