আসছে ডন থ্রি

ফেসবুক লাইভে ঝুলি থেকে বিড়াল বার করলেন ফারহান আখতার। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ডনের পরের সিক্যুয়েল কবে আসবে? উত্তরে ফারহান জানান, ‘‘আমি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিলাম... খুব তাড়াতাড়ি আসবে।’’

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০০:৪১
Share:

ফেসবুক লাইভে ঝুলি থেকে বিড়াল বার করলেন ফারহান আখতার। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ডনের পরের সিক্যুয়েল কবে আসবে? উত্তরে ফারহান জানান, ‘‘আমি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিলাম... খুব তাড়াতাড়ি আসবে।’’ তেতাল্লিশ বছরের পরিচালক-অভিনেতা আরও জানান, এখন অন্য কাজে বেশ ব্যস্ত। সেটা কমলেই ‘ডন থ্রি’র স্ক্রিপ্ট নিয়ে বসবেন। কিন্তু এই সিক্যুয়েলে কি শাহরুখের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়াকেও দেখা যাবে? না, সে উত্তরটা পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement