হাই কোর্ট কী রায় দিল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ৮ জুলাই, মঙ্গলবার রাজ্যের হাই কোর্ট আরও একবার ফেডারেশন বনাম পরিচালক গিল্ড মামলায় পরিচালকদের পক্ষেই রায় দিল। পরিচালক বিদুলা ভট্টাচাৰ্য আনন্দবাজার ডট কমকে বলেছেন, "পুরোনো রায় বলবৎ রেখেছেন বিচারপতি অমৃতা সিংহ। এ দিন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে তাঁর নির্দেশ, ১৬ জুলাই পরিচালকদের সঙ্গে বসতে হবে সচিবকে। তাঁদের অভাব-অভিযোগ শুনে খসড়া তৈরি করতে হবে। সেই খসড়া আদালতে জমা দিতে হবে তাঁকে।"
এই নির্দেশ মামলার শুরুতেই রাজ্যের উচ্চ আদালত জানিয়েছিল। যদিও সেই নির্দেশ মানতে চায়নি রাজ্য সরকার এবং ফেডারেশন। খবর, সেই সময় উভয় পক্ষ একজোটে জানিয়েছিল, বিনোদন দুনিয়ার সমস্যা সমাধানের দায় রাজ্য সরকারের নয়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের পাল্টা অভিযোগ, সংগঠন কোনও ভাবেই পরিচালকদের কাজে হস্তক্ষেপ করে না। কাজ বন্ধও করে দেয় না। সুব্রত সেন, সুদেষ্ণা রায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ১৩ জন পরিচালক আদালতে সংগঠনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেছে।
এই মর্মে ফেডারেশন এবং রাজ্য সরকার মিলিত ভাবে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনও করে। যদিও সেই আবেদন গত শুনানিতে খারিজ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আপাতত তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের সঙ্গে মুখোমুখি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন অভিযোগকারী ১৩ জন পরিচালক। সচিব তাঁদের সঙ্গে কথা বলে কী রিপোর্ট জমা দেন সে বিষয়েও উদগ্রীব তাঁরা।