এই বাড়ি নিয়েই যত বিতর্ক, আলোচনা, গসিপ, কূটকচালি। এই বাড়িতেই মুহূর্তে বন্ধুত্ব, মুহূর্তে চুলোচুলি। এই রাগ তো এই প্রেম। বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন, সোশ্যাল নেটওয়ার্কের আওতার বাইরে এই বাড়িতেই ৯০ দিন কাটান সেলেবরা। তাঁর মধ্যে যিনি টিকে যান তিনিই হন বিজয়ী। কোন পরিবেশে, কোন ঘরে দিন কাটে তাঁদের? দেখে নেওয়া যাক এক ঝলকে।