‘ধূমকেতু’ নিয়ে আবেগপ্রবণ কৌশিক গঙ্গোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নজরুল মঞ্চে মানুষের ঢল। ১০ বছর পরে এক মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় তাঁরা। এক সময়ের সফল জুটি দেব ও শুভশ্রীকে এই দিন আবার দেখা যাবে একসঙ্গে। এক সময়ে তাঁরা সম্পর্কে ছিলেন। সম্পর্কে বিচ্ছেদের পরে ছবির পর্দাতেও তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। তাই সোমবারটা সেই জুটির অনুরাগীদের জন্য বিশেষ দিন। তবে প্রাক্তন জুটির এই পুনর্মিলন ‘ধূমকেতু’ ছবিকে কেন্দ্র করে। আক্ষরিক অর্থেই ‘ধূমকেতু’! ছবির কাজ শেষ হয়েছিল দশ বছর আগে। অবশেষে সেই ছবি মুক্তি পাচ্ছে। ছবির প্রথম গান সাড়া ফেলেছে ইতিমধ্যেই। ছবির ঝলক মুক্তির জন্যই সোমবার নজরুল মঞ্চে মানুষের ভিড়।
দেব-শুভশ্রী মঞ্চে আসার আগেই উপস্থিত হন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এই দিন তাঁর জন্মদিনও। প্রথমেই তিনি বলেন, “৪৭ বছরে ছবি বানিয়েছিলাম। ৫৭ বছর পূর্ণ হওয়ার ঠিক পরে সেই ছবির মুক্তি হচ্ছে। এমন উদ্যাপন ভাবতে পারছি না। বাংলা ছবির ইতিহাসে এমনটা বোধহয় নেই। এটুকুই বলতে চাই এই ছবির মাধ্যমে দেব-শুভশ্রীর অভিনয় সফরের নতুন যুগ শুরু হবে। এই ছবি আপনাদের এমন জায়গায় নিয়ে যাবে, আপনারা বুঝবেন ৯-১০ বছরের অপেক্ষা বৃথা নয়।”
জন্মদিনে ছবির ঝলক মুক্তি। তাই পরিচালকের কথায়, “এমন জন্মদিন আগে হয়নি আমার। আমি সত্যিই খুব খুশি। আপনারা এত বছর এই ছবির জন্য অপেক্ষা করেছিলেন। এই ছবির জন্য অনেক ধৈর্য ধরেছিলেন। আমাদের গোটা টিমের অনেকেই আজ আসতে পারেননি। তবে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমের এই ছবি ১৪ অগস্ট সামনে আসছে।”
মঞ্চে উপস্থিত ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়ও। তাঁর কণ্ঠে ‘মা’ গানের সঙ্গে তাল মেলান অনুরাগীরা।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে এই ছবির প্রচার করছেন দেব ও শুভশ্রী। তবে আলাদা ভাবে। তাই এই দিন তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় উদ্গ্রীব অনুরাগীরা।