Entertainment News

প্রতিদিনের বন্ধু ‘শঙ্কর মুদি’কে চেনেন?

অনিকেত মনে করেন, ‘‘এই সময় বাংলায় দাঁড়িয়ে কৌশিক সবচেয়ে ভাল অভিনেতা। ওর মতো অভিনেতা পাওয়া মুশকিল। কৌশিক সফিস্টিকেটেড আর্বান রোলও করতে পারে, আবার প্রান্তিক চরিত্রেও দারুণ।’’

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৩:৩৮
Share:

ছবির দৃশ্যে কৌশিক।

কাঁচাপাকা দাড়ি। মোটা গোঁফ। কাঁধে লাল গামছা। গেঞ্জি পরা মোটাসোটা মানুষটা বসে আছেন দোকানে। রুলটানা পাতায় হিসেব কষছেন কখনও। কখনও বা পিছনে রাখা তাক থেকে জিনিস নিয়ে দিচ্ছেন খদ্দেরকে। ইনি শঙ্কর। শঙ্কর মুদি। বড়পর্দায় শঙ্করকে এঁকেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। আগামী ১৫ মার্চ আপনি ওঁকে দেখবে পাবেন সিনেমা হলে।

Advertisement

এ ছবির ভাবনা কী ভাবে এল? অনিকেত শেয়ার করলেন, ‘‘আসলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলে একটা ব্যাপার রয়েছে। বিদেশ থেকে বড় বড় পুঁজি আমাদের এখানকার ব্যবসায়ীদের জন্য আসছে। বড় ডিপার্মেন্টাল স্টোর তৈরি হচ্ছে। ব্র্যান্ড আসছে। ফলে দর্জি, নাপিত, মুদি— এদের ওপর সাংঘাতিক আঘাত নামছে। এই দোকানগুলো আর কিছু দিনের মধ্যে শুকিয়ে মরে যাবে। এটা মনে হয়েছিল একটা অর্থনৈতিক ব্যাপার। এরা তো সমাজিক ভূমিকাও পালন করে। পাড়ার কেউ অসুস্থ হলে দরকারে ডাক্তার ডেকে আনে। রক্ত দেয়। আমরা পাড়ায় সিগারেট খেতে পারতাম না। কারণ ওরাই ছিল কাকু, জেঠু। ফলে অর্থনৈতিকের সঙ্গে সামাজিক ব্যাপারও। গল্পটা ১৯৮৯ থেকে শুরু। ২০০৮-’০৯ পর্যন্ত তারিখ দিয়ে দিয়ে আছে।’’

‘শঙ্কর মুদি’-র শঙ্কর হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘বছর দেড়, দু’য়েক আগে শুটিং হয়ে গিয়েছিল। ফাইনালি রিলিজ হচ্ছে ছবিটা, এটাই আনন্দের। আমার চরিত্র শঙ্কর মুদি। পাড়ার মুদির দোকান। অঞ্চলের অভিভাবকের মতো। আসলে বড় শপিং মল হয়ে গিয়ে পার্সোনাল টাচ হারিয়ে যাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে বটে রাজনৈতিক ছবি, তার বাইরেও এটা আমার কাছে বিরাট একটা সামাজিক ছবি।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

অনিকেত মনে করেন, ‘‘এই সময় বাংলায় দাঁড়িয়ে কৌশিক সবচেয়ে ভাল অভিনেতা। ওর মতো অভিনেতা পাওয়া মুশকিল। কৌশিক সফিস্টিকেটেড আর্বান রোলও করতে পারে, আবার প্রান্তিক চরিত্রেও দারুণ।’’

আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’

২০১৭-এ কান চলচ্চিত্র উত্সবে মার্কেট প্রিমিয়ার হয়েছিল এই ছবির। কৌশিক ছাড়াও কাঞ্চন মল্লিক, শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শ্রীলা মজুমদার, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, প্রিয়ঙ্কা সরকারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। এ ছবিতে অভিনয় করেছিলেন সদ্য প্রয়াত গায়ক প্রতীক চৌধুরীও। প্রতীকের গানও রয়েছে। আদতে পাড়ার মুদির দোকানে শুধু জিনিস কেনাবেচাই হয় না। সেটা পাড়ার সুখ-দুঃখের গল্প করার একটা আস্তানাও বটে। এ বার্তাই দিতে চেয়েছেন পরিচালক।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন