Entertainment News

উড়তা পঞ্জাব থেকে কামিনে, তারান্তিনোতেও মজে বলিউড

রোম্যান্স, থ্রিলার, সাসপেন্স, কমেডি— প্রতি বছর বলিউডে এই ধরনের কয়েকশো সিনেমা মুক্তি পাচ্ছে। বাঁধাধরা গল্পের বাইরেও পরিচালকরা ছকভাঙা এমন কিছু ছবি উপহার দেয় মাঝে মাঝে তা সত্যিই প্রশংসার যোগ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৭:৫৪
Share:

কামিনে ছবির একটি দৃশ্য।

রোম্যান্স, থ্রিলার, সাসপেন্স, কমেডি— প্রতি বছর বলিউডে এই ধরনের কয়েকশো সিনেমা মুক্তি পাচ্ছে। বাঁধাধরা গল্পের বাইরেও পরিচালকরা ছকভাঙা এমন কিছু ছবি উপহার দেয় মাঝে মাঝে তা সত্যিই প্রশংসার যোগ্য।

Advertisement

বক্স অফিস হিট, দর্শক খুশ তো পরিচালকেরও কেল্লা ফতে! কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায়, যে ছক ভাঙা সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন পরিচালকেরা, গল্পটা কোনও না কোনও সিনেমা থেকে ‘ধার’ নেওয়া। বলা ভাল, সেই সব বিদেশি ছবি থেকে অনুপ্রাণিত হওয়া।

আরও পড়ুন: ‘মেয়েদের ভার্জিনিটি নিয়ে পুরুষরা চিন্তিত নন’, বিস্ফোরক অভিনেত্রী

Advertisement

বলিউডও এই পরিচালককে ধীরে ধীরে ‘আপন’ করে নিয়েছে। বিশেষ করে তাঁর শিল্পসত্তাকে। অনেক পরিচালক নিজের ছবিতে তারান্তিনোর ফর্মুলাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। আজ এই বিখ্যাত পরিচালকের জন্মদিন।

বলিউডে যে সব ছবিতে তারান্তিনোর ফর্মুলাকে অনুকরণ করার চেষ্টা হয়েছে সেগুলো হল— ডেলি বেলি, রিভলভার রানি, টশন, রয়, উড়তা পঞ্জাব, কামিনে, কিল দিল, বুলেট রাজা, কাঁটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন