Prabhas

ছবির সেটে আগুন

ওম রাউতের এই পিরিয়ড ছবিতে তারকার ছড়াছড়ি। ‘রামায়ণ’-এর কাহিনিকে আধার করে তৈরি হওয়া এই ছবিতে প্রভাস ছাড়াও আছেন সেফ আলি খান, অর্জুন কপূর, হেমা মালিনী প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫৭
Share:

প্রভাস।

প্রথম দিনের শুটিংয়েই বিপত্তি। আগুন লাগল প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’-এর সেটে। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ছবির শুটিং। মুম্বইয়ের গোরেগাঁওয়ের প্রান্তিক অঞ্চলে ছবির সেট তৈরি করা হয়েছিল। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ সেটের একাংশে আগুন লাগে। কালো ধোঁয়া ছেয়ে যায় মুহূর্তে। তবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি, পরিস্থিতি সামলে দেওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

Advertisement

ওম রাউতের এই পিরিয়ড ছবিতে তারকার ছড়াছড়ি। ‘রামায়ণ’-এর কাহিনিকে আধার করে তৈরি হওয়া এই ছবিতে প্রভাস ছাড়াও আছেন সেফ আলি খান, অর্জুন কপূর, হেমা মালিনী প্রমুখ। কিন্তু ওই সময়ে কোনও তারকা সেটে উপস্থিত ছিলেন না। মঙ্গলবারই ‘আরম্ভ’ ক্যাপশন লিখে পোস্ট করেছিলেন প্রভাস। সেটে আগুন লাগার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন। প্রভাস তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি ঠিক আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement