Kapil Sharma Cafe

নতুন ব্যবসার শুরুতেই বিপত্তি, কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি, কী অবস্থা কৌতুকাভিনেতার?

গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী আসেন বাইরে থেকে এলোপাথারি গুলি চালাতে থাকে কপিলের ক্যাফেতে। ঘটনার নেপথ্যে কে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:৫৬
Share:

কপিলের ক্যাফেতে চলল গুলি ছবি: সংগৃহীত।

সদ্য নতুন ব্যবসা শুরু করেছেন কপিল শর্মা। যদিও তাঁর ব্যবসার সব কিছু দেখভাল করেন অভিনেতার স্ত্রী। ভারতে নয়, কানাডাতে নিজের একটি ক্যাফে খোলেন কপিল। নাম দিয়েছেন 'ক্যাপস ক্যাফে'। সেখানেই এ বার চলল গুলি। ৯ জুলাই ভোরের দিকে সবে ক্যাফে খুলেছে, গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী আসেন বাইরে থেকে এলোপাথারি গুলি চালাতে থাকে ক্যাফেতে। যদিও এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি। তিনি খালিস্তানি জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Advertisement

কিন্তু কী কারণে এই আক্রমণ? হরজিৎ সিংহ লাড্ডি জানান, সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধুই সাবধান বাণী। গত বছরই বিশ্নোই গ্যাং সলমন খানের বাড়িতে গুলি চালিয়েছে। তাঁর আগে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার দায় নিয়েছে এই বিশ্নোই গ্যাং। এ বার নতুন এক দলের নজরে পড়লেন কপিল। হরজিৎ সিং লাড্ডি বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠী এর একজন সদস্য এবং এনআইএ-এর ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীদের তালিকায় তাঁর নাম রয়েছে।

হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে আরও এক হত্যার অভিযোগ রয়েছে। তিনি গত বছর পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত। যদিও এই ঘটনায় কপিলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement