সলমনের বোন অর্পিতার রেস্তরাঁর খাবারের দাম প্রকাশ্যে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে শিল্পা শেট্টির রেস্তরাঁ ‘বাস্টিয়ন’-এর খাবারের দাম। বলিউডে এমন বহু তারকারই বিলাসবহুল রেস্তরাঁ রয়েছে। এ বার প্রকাশ্যে এল সলমন খানের বোন অর্পিতা খানের রেস্তরাঁর খাবারের দাম।
মুম্বইয়ের সান্তাক্রুজ় এলাকায় অর্পিতার এই বিলাসবহুল রেস্তরাঁর আয়তন ৯ হাজার বর্গফুট। বলিউড তারকাদের মধ্যে এই রেস্তরাঁটি খুবই জনপ্রিয়। ইউরোপের বিভিন্ন দেশের খাবারের জন্য শৌখিন খাদ্যপ্রেমীদের কাছে মুম্বইয়ের এই রেস্তরাঁ খুবই জনপ্রিয় বলে শোনা যায়।
জানা যাচ্ছে, রেস্তরাঁয় ‘ট্রাফল পাস্তা অন হুইল’ নামে একটি পদ পাওয়া যায়, যার দাম ৮৫০০ টাকা। এই পদটি অন্য সাধারণ রেস্তরাঁয় ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে অর্পিতার রেস্তরাঁয় এটিই সবচেয়ে বেশি দামের খাবার নয়। ‘হার্ব ক্রাস্টে়ড ল্যাম্ব’ নামে ভেড়ার মাংসের একটি পদের দাম ১০ হাজার টাকা। ‘টেরিয়ার্কি স্যামন’-এর দাম চার হাজার টাকা এবং গলদা চিংড়ির একটি পদের দাম ৩ হাজার টাকা।
খাবারের পাশাপাশি মদেরও সম্ভার রয়েছে সলমনের বোনের রেস্তরাঁয়। এক গ্লাস শ্যাম্পেনের দাম ২ লক্ষ টাকা। তবে এগুলি সবই বিশেষ পদের মধ্যে। সাধারণ মধ্যবিত্তের ক্ষমতার মধ্যেও বেশ কয়েকটি পদ পাওয়া যায় এই রেস্তরাঁয়।
উল্লেখ্য, অর্পিতাকে দত্তক নিয়েছিলেন সলমনের বাবা-মা সেলিম খান ও সালমা খান। শোনা যায়, তিনি নাকি সলমনের স্নেহধন্যা। লন্ডন থেকে ফ্যাশন মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছেন অর্পিতা। সমাজসেবী হিসেবেও পরিচিত অর্পিতা। ২০১৪ সালে অভিনেতা তথা ব্যবসায়ী আয়ুষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। ধুমধাম করে বোনের বিয়ের আয়োজন করেছিলেন সলমন।