অমিতাভ হলেন ‘সান্টাক্লজ’ আর জয়া ‘খেলার জিনিস’?

সারা বিশ্ব তাকে এত দিন বহু চরিত্রে দেখেছে। তিনি বি-টাউনের বিগ বি। অথচ এই অমিতাভ বচ্চনই বাড়িতে এমন একটা চরিত্রে অভিনয় করছেন যা তিনি সারা জীবনে একবারও করেননি। ‘সান্টাক্লজ’। আর বি-টাউনের ফার্স্ট লেডি বলা যায় যাঁকে সেই বচ্চন গিন্নি নাকি ‘খেলার সামগ্রী’। ভাবা যায়!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ১৬:৫০
Share:

সারা বিশ্ব তাকে এত দিন বহু চরিত্রে দেখেছে। তিনি বি-টাউনের বিগ বি। অথচ এই অমিতাভ বচ্চনই বাড়িতে এমন একটা চরিত্রে অভিনয় করছেন যা তিনি সারা জীবনে একবারও করেননি। ‘সান্টাক্লজ’। আর বি-টাউনের ফার্স্ট লেডি বলা যায় যাঁকে সেই বচ্চন গিন্নি নাকি ‘খেলার সামগ্রী’। ভাবা যায়!

Advertisement

নাহ! এইটুকু এক নিঃশ্বাসে পড়ে এ বার একটু হাফ ছাড়ুন। এ বার আসল কথাটা খোলসা করে বলা যাক। সম্প্রতি, একটি অনুষ্ঠানে সপরিবারে অংশ নিয়েছিলেন বিগ-বি। সেখানেই সাক্ষাৎকার পর্ব চলার সময় আরাধ্যাকে নিয়ে প্রশ্ন করা হলে ছোটে বচ্চন বলেন, ‘‘আরাধ্যাকে খুব সাধারণ বাচ্চাদের মতো করে মানুষ করার চেষ্টা করি আমরা। ও জানেই না, ওর দাদু-ঠাকুমা কে। আর তাই বাড়িতে দাদাজি ওঁর কাছে সান্টা আর ঠাকুমাকে ওর খেলার পুতুলের মতো লাগে। প্রায় একই হাইটের তো।’’

Advertisement

আরও পড়ুন: জানেন, আরাধ্যাকে কেন সব সময় কোলে নিয়ে ঘোরেন ঐশ্বর্যা?

এই অনুষ্ঠানে ঐশ্বর্যা বলেন, ‘‘বিয়ের পর আমাকে অনেকে ডিজ্ঞাসা করেছিলেন যে, বচ্চন পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন কীভাবে? কিন্তু আমি সবসময়ই বলেছি, আমার কখনও অসুবিধা হয়নি। কারণ একদম এক না হলেও আমাদের দুই পরিবারের মধ্যে মিল অনেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement