এই প্রথম কোনও বাংলা ছবির গেম লঞ্চ হচ্ছে!

হলিউডের ছবিতে গেম লঞ্চ আর কোনও নতুন খবর নয়। অ্যাকশন, সুপারহিরো ফ্লিক, সবেরই গেম রয়েছে। বলিউ়ডও সেই ধারা অনুসরণ করেছে। ‘ধুম’ সিরিজ, ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’-সহ একাধিক ছবির গেম রয়েছে। এ বার বাংলা ছবিও সেই পথেই হাঁটল।

Advertisement
শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১১:০০
Share:

জিতের ‘বস টু’ মুক্তি পাচ্ছে সামনে। অ্যাকশন প্যাকড এই ছবির গেমও অ্যাকশন ভিত্তিক।

Advertisement

হলিউডের ছবিতে গেম লঞ্চ আর কোনও নতুন খবর নয়। অ্যাকশন, সুপারহিরো ফ্লিক, সবেরই গেম রয়েছে। বলিউ়ডও সেই ধারা অনুসরণ করেছে। ‘ধুম’ সিরিজ, ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’-সহ একাধিক ছবির গেম রয়েছে। এ বার বাংলা ছবিও সেই পথেই হাঁটল।

এতে যেমন ছবির প্রচার হবে, তেমনই দর্শকও নতুন কিছু পাবেন। পাশাপাশি গেম থেকে ব্যবসাও হবে। দু’রকমের গেম আনছে ‘বস টু’। একটি রেসিং কার। যেখানে জিৎ ভিলেনের পিছু ধাওয়া করবেন। আর একটি গেমে পুরো হাতাহাতি লড়াই। দু’টো গেমই খুব উচ্চমানের টেকনিকে তৈরি বলে জানালেন জিৎ। তিনি অভিনেতার পাশাপাশি ব্যবসায়ীও। তাই কী করলে দর্শক খুশি হবেন এবং প্রযোজকেরও লাভ সেটা ভালই জানেন।

Advertisement

ছবির সব অ্যাকশন তিনি নিজেই করেছেন। ‘ধুম’-এর অ্যাকশন ডিরেক্টরের অ্যালান আমিনের নির্দেশনায় স্টান্ট করেছেন তিনি। একবার দুর্ঘটনায় আহত হলেও ব়ডি ডাবল ব্যবহার করেননি। ছবির দুই নায়িকা নুসরত ফারিয়া এবং শুভশ্রীকেও অ্যাকশন করতে দেখা যাবে ‘বস টু’-এ।

আইওএস, অ্যান্ড্রয়েড, গুগল প্লে স্টোরে এই গেম মিলবে। স্মার্টফোন ছাড়া কম্পিউটারেও এই গেম ডাউনলোড করে খেলা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন