Entertainment News

‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করবেন প্রভাস!

‘গেম অব থ্রোনস’-এর ভারতীয় ‘মুখ’-এর জন্য হন্যে হয়ে চলছিল খোঁজাখুঁজি। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত বাহুবলীর নায়ক প্রভাসকেই পছন্দ হয়েছে ছবির কর্মকর্তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ১৬:৪১
Share:

‘গেম অব থ্রোনস’-এর ভারতীয় ‘মুখ’-এর জন্য হন্যে হয়ে চলছিল খোঁজাখুঁজি। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত বাহুবলীর নায়ক প্রভাসকেই পছন্দ হয়েছে ছবির কর্মকর্তাদের। শুধু তাই নয়, সূত্রের খবর, হলিউডের এই জনপ্রিয় টেলি সিরিজের ভারতীয় সংস্করণে উল্লেখযোগ্য ভূমিকাতেই দেখা যাবে প্রভাসকে।

Advertisement

চার বছর ধরে ‘বাহুবলী’র জন্য নিজেকে গ্রুম করেছেন প্রভাস। অন্য কোনও ছবিতে হাতও দেননি। পাশাপাশি পর্দায় পেশীবহুল শরীর ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রমও করেছেন তিনি। ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এ তিনি ছিলেন মেদহীন ঝরঝরে। আবার ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ তিনিই ওজন বাড়িয়ে হয়েছেন ১৫০ কেজি।

আরও পড়ুন: অভয়ের বর্ণবিদ্বেষী খোঁচা, টুইট ডিলিট করে ট্রোলড হলেন সোনম

Advertisement

প্রভাসের এই কঠোর অনুশীলনই নজর কেড়েছিল ‘গেম অব থ্রোনস’ প্রডাকশন টিমের। পাশাপাশি রয়েছে তাঁর দেশ জোড়া জনপ্রিয়তাও। অন্য দিকে এই মুহূর্তে বাহুবলীতে বিপুল জনপ্রিয়তা নিয়ে বিশ্বের সিনে জগতেও আলোচনার বিষয় হয়ে উঠছেন প্রভাস।

তবে কবে থেকে শুটিং শুরু হবে, বা প্রভাসকে কোন চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে এখনও খোলসা করে কিছু জানায়নি টিভি শো কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন