Entertainment News

কনের সাজে ঋদ্ধিমা, ছবি শেয়ার করে কী বললেন গৌরব?

না, এ কোনও ফিল্মি দৃশ্য নয়। ঘোর বাস্তব। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্বামী গৌরব চক্রবর্তী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৩:১৯
Share:

ঋদ্ধিমা ঘোষ। ছবি: গৌরবের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

লাল বেনারসি, কপালে চন্দন, সোনার গয়না, গলায় ফুলের মালা। অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। সোজা তাকিয়ে ক্যামেরায়।

Advertisement

না, এ কোনও ফিল্মি দৃশ্য নয়। ঘোর বাস্তব। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর স্বামী গৌরব চক্রবর্তী। ঠিক এক বছর আগে তাঁদের বিয়ের দিনে তোলা এই ছবি। গৌরব লিখেছেন, ‘এক বছর আগে। আমি ভাগ্যবান।’

বন্ধুত্ব, প্রেম, তার পর বিয়ে। গৌরব-ঋদ্ধিমার সেই বিয়েরও এক বছর বয়স হয়ে গেল। টলিউডের এই জুটির প্রেমের খবর জানতেন টলি পাড়ার একটা বড় অংশ। গত বছর বিয়ে করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে আগেই ঋদ্ধিমাকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরব। তখন তিনি লিখেছেন, ‘একটা বছর কেটে গেল এখনও বিশ্বাসই হচ্ছে না। আরও অনেক এমন সুন্দর বছর এক সঙ্গে কাটাব। শুভ বিবাহবার্ষিকী ঋদ্ধিমা।’

Advertisement

আরও পড়ুন, ফের বিয়ে সুজানকে? হৃতিকের পোস্টে নয়া জল্পনা

ওয়েব দুনিয়ায় নিজেদের ছবি পোস্ট করেছিলেন ঋদ্ধিমাও। তাঁর ছবির ক্যাপশন দেখে মনে হয়েছিল, সিমলায় ছুটি কাটাচ্ছিলেন তাঁরা। সেখানেই সেলিব্রেট করেছেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টলি মহলের অন্যান্য তারকারাও।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement