Entertainment News

কোলে আব্রাম, গৌরীর পাশে অন্য দুই শিশু কারা?

কেরিয়ারের প্রায় শুরু থেকেই কর্ণ এবং শাহরুখ বন্ধু। তাঁদের বন্ধুত্বের নানা ঘটনার কথা জানেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৮:১৬
Share:

গৌরীর শেয়ার করা সেই ছবি— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ছোট ছেলে আব্রাম তো বটেই। বড় ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানাকে নিয়েও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন গৌরী খান। তাঁর সদ্য পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে কোলে বসে রয়েছে আব্রাম। পাশে রয়েছে আরও দুই শিশু। তারা কারা বলুন তো?

Advertisement

গৌরীর পাশের দুই শিশু হল যশ এবং রুহি। পরিচালক তথা প্রযোজক কর্ণ জোহরের সন্তান। ছবিটি শেয়ার করে গৌরী লিখেছেন, ‘থ্রি মাস্কেটিয়ার্সের সঙ্গে সময় কাটাচ্ছি।’

কেরিয়ারের প্রায় শুরু থেকেই কর্ণ এবং শাহরুখ বন্ধু। তাঁদের বন্ধুত্বের নানা ঘটনার কথা জানেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। এই দুই সেলেবের সন্তানদের মধ্যেও বন্ধুত্ব রয়েছে। সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ। অন্যদিকে আব্রামকেও সরোগেসির মাধ্যমেই পেয়েছেন খান দম্পতি। এই তিন খুদের বন্ধুত্বও এ বার সিনে পাড়ার চর্চায়।

Advertisement

আরও পড়ুন, বয়ফ্রেন্ড আছে? মাধ্যমিক পরীক্ষার্থী ‘মিনু’ বলল…

আরও পড়ুন, বিয়ে করেছি, কলকাতায় পরে অনুষ্ঠান করব, মুখ খুললেন শ্রাবন্তী

Spending time with the three musketeers ❤️@karan Johar

A post shared by Gauri Khan (@gaurikhan) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement