Entertainment News

অক্ষয় খন্নার মা গীতাঞ্জলি প্রয়াত

জীবনের শেষ কয়েকটা দিন অক্ষয়ের সঙ্গে তাঁর মাণ্ডোয়ার ফার্ম হাউজে থাকতেন গীতাঞ্জলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৩
Share:

মায়ের সঙ্গে অক্ষয় — ফাইল চিত্র।

প্রয়াত হলেন গীতাঞ্জলি খন্না। বিনোদ খন্নার প্রাক্তন স্ত্রী গীতাঞ্জলির মৃত্যু হয় শনিবার রাতে। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বিনোদ এবং গীতাঞ্জলির দুই ছেলে রাহুল এবং অক্ষয় বলি মহলের পরিচিত মুখ। দু’জনেরই অভিনয় দর্শকের পছন্দের তালিকায় রয়েছে।

Advertisement

সূত্রের খবর, জীবনের শেষ কয়েকটা দিন অক্ষয়ের সঙ্গে তাঁর মাণ্ডোয়ার ফার্ম হাউজে থাকতেন গীতাঞ্জলি। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আলিবাগ হাসপাতালে তাঁকে শনিবারই নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শনিবারই খবর পেয়ে হাসপাতালে পৌঁছন রাহুলও। শেষ সময় দুই ছেলেই গীতাঞ্জলির পাশে ছিলেন। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষ যাত্রায় বলি মহলের বেশ কিছু তারকা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন, ‘উত্সব’ নিয়ে ফিরছেন ঋতুপর্ণা…

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement