Bollywood Scoop

রীতেশের সঙ্গে সুখেই আছেন, তবে জন আব্রাহামের সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরে রেখেছিলেন জেনেলিয়া!

রীতেশের সঙ্গে বিয়ের আগে জেনেলিয়া নাকি জন আব্রাহামকে বিয়ে করে বসেন। এই খবর কানে আসতে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

২০১২ সালে অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে ধুমধাম করে বিয়ে করেন জেনেলিয়া ডি’সুজ়া। বলিউডে অন্যতম সফল দম্পতি। সুখী দাম্পত্য বলতে তাঁদের দৃষ্টান্ত দেওয়া হয় অনেক সময়। বিয়ের পর স্বামী-সংসার সামলাতে কাজ কমিয়ে দেন অভিনেত্রী। দুই পুত্রসন্তান তাঁদের। যদিও জেনেলিয়া নাকি জন আব্রাহামকে প্রায় বিয়েই করে বসেছিলেন এক সময়! এই খবর কানে আসতে কী বললেন জেনেলিয়া?

Advertisement

রীতেশের সঙ্গে বিয়ে হওয়ার বছর দুয়েক আগে ২০১০ সালে জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করেন অভিনেত্রী। সেখানেই বিয়ের দৃশ্যে পুরোহিত এনে অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা, হয় সিঁদুরদানও। যদিও গোটাটাই ছিল সিনেমার অংশ। কিন্তু, আচমকা খবর ছড়িয়ে যায়, বিয়ে করে ফেলেছেন জেনেলিয়া-জন। যদিও এই খবর শুনেই অভিনেত্রী বলেন, ‘‘আমি কিছুই জানি না এ সব নিয়ে। সব বাজে কথা। আমরা বিয়ে করেছি— এ সব পিআর-দের বানানো গল্প।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement