Tollywood Wedding

শহর জুড়ে ভালবাসার মরসুম, কলকাতায় বিয়ে সারলেন মধুমিতা, বিষ্ণুপুরে মালাবদল হল বিশ্বাবসুর

২৩ জানুয়ারি, সরস্বতীপুজোর দিনে নিজেদের মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মধুমিতা ও বিশ্বাবসু। রইল ছবি।

Advertisement
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৮
Share:

বিয়ে সারলেন দেবমাল্য-মধুমিতা ও বিশ্বাবসু-ঐশিকী। ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় বিয়ের মরসুম। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিয়ের সাজে দেখার অপেক্ষায় ছিল দর্শক। সেই অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার, ২৩ জানুয়ারি, এক দিকে বিষ্ণুপুরে প্রিয়তমার গলায় মালা দিয়েছেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। অন্য দিকে দেবমাল্য চক্রবর্তীর ঘরনি হয়েছেন মধুমিতা সরকার।

Advertisement

মাত্র কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়েছে কনের সাজে মধুমিতার ছবি। তবে বিশ্বাবসু অবশ্য কোনও ভাবেই চাননি তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক। আনন্দবাজার ডট কম-কে অভিনেতা জানিয়েছিলেন, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাঁদের বিয়ের প্রস্তুতি। তেমনই হল। আদ্যোপান্ত বাঙালিয়ানায় মোড়া বিশ্বাবসু ও ঐশিকীর বিয়ে। বন্ধুদের ভিড়, আত্মীয়দের উৎসুক চোখ, তার মাঝেই নবদম্পতির একে অপরের সঙ্গে সারাজীবন থাকার অঙ্গীকার। সবটাই ফ্রেমবন্দি হয়ে থাকল। আমন্ত্রিতদের মনে ধরেছে মেনুতে থাকা তন্দুরি পমফ্রেট থেকে ভেটকি পাতুরি।

বিশ্বাবসু বিশ্বাস ও ঐশিকী ঘটক। নিজস্ব চিত্র।

তবে মধুমিতা অনেক দিন থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন বিয়েতে কী ভাবে সাজবেন। এর আগে ছোটপর্দায় বহু বার কনের সাজে তাঁকে দেখেছে সবাই। বিয়ের দিনে নায়িকা বলেন, “পর্দার বিয়ের সঙ্গে এটার কোনও তুলনাই হবে না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশ্যাল।” একেবারে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। আমন্ত্রিতের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। ছড়িয়ে পড়েছে তাঁর সিঁদুরদানের ছবিও। মেনুতে ছিল বাঙালি পদের সমাহার। অতিথিরা ফিশফ্রাই এবং বিরিয়ানির প্রশংসা করতে ভোলেননি।

Advertisement

মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement