Govinda Sunita Divorce

‘কুকুরের কাজ কুকুর করেছে’, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে কী বললেন গোবিন্দ-পত্নী সুনীতা?

অর্ধেক বয়সের মরাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দ! পরকীয়ায় বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তারকা-পত্নী, দিলেন হুঁশিয়ারি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৭:৫১
Share:

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়ল! ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। গত বছরের শেষ থেকেই গোবিন্দকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, দাম্পত্যে ইতি টানছেন দম্পতি। সুনীতা নিজেও স্বামীর সম্পর্কে নানা মন্তব্য করেন। কখনও বলেন, তিনি ছেলেমেয়েদের নিয়ে আলাদা থাকেন, নিজের মতো থাকেন গোবিন্দ। কখনও বলেন স্বামীকে নিয়ে পরকীয়ার ভয় পান। এমনকি এক সাক্ষাৎকারে সুনীতা জানান, গোবিন্দর মতো স্বামী তিনি চান না। যার ফলে জোরালো হয় তাঁদের বিচ্ছেদের জল্পনা।

Advertisement

এ বার বিচ্ছেদে কথা উঠতে যেন রুদ্রমূর্তি ধারণ করলেন সুনীতা, দিলেন হুঁশিয়ারি। ষাট বছরে পা দিয়েছেন গোবিন্দ। শোনা গিয়েছিল, প্রায় অর্ধক বয়সি মরাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। সেই কারণে তাঁদের সংসারে অশান্তি। সুনীতা সঙ্গে এক ছাদের নীচেও থাকেন না অভিনেতা। তার আগে গুলিবিদ্ধ হন গোবিন্দ, অসুস্থ হয়ে পড়েন রাজনীতির প্রচারে বেরিয়ে। তবে এ বার সুনীতা বলে বসেন, কিছু মানুষ রাস্তার কুকুরের মতো ভৌ-ভৌ করতে থাকেন। তারকা-পত্নীর কথায়, ‘‘আমি অথবা গোবিন্দ বিচ্ছেদ নিয়ে কোনও কথা না বলা অবধি কিছু বিশ্বাস করবেন না।’’

গত অক্টোবরে নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর জখম হন অভিনেতা-রাজনীতিবিদ। নিজের রিভলভারের গুলিতে জখম হয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী শিল্পা শেট্টি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন, সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তা হলে কি গোবিন্দ-সুনীতা ভাল নেই? এই ঘটনা কি তারই আভাস? অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। এ ভাবেই নানা প্রশ্ন, চর্চার কারণে যখনই বিষয়টি জটিল থেকে জটিলতর, তখনই মুখ খুললেন সুনীতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement