Sunita Ahuja

‘৮টা বাজলে মদের বোতল খুলি’ জন্মদিনে কেক কাটেন একা, কেন এমন জীবন কাটান গোবিন্দ-পত্নী?

১২ বছর ধরে জন্মদিন একাই উদ্‌যাপন করেন। একা কেক কাটেন, সন্ধ্যা ৮টা বাজলেই মদের বোতল খুলে বসেন কেন সুনীতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১
Share:

একা একাই মদ্যপান করেন গোবিন্দের স্ত্রী সুনীতা? ছবি: সংগৃহীত।

তাঁদের দাম্পত্যের বয়স ৩৭ বছর। কিন্তু সেই সম্পর্কের সমীকরণ কি বদলে গিয়েছে? গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক মন্তব্যে অবশ্য সে রকমই ইঙ্গিত মিলছে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি ও গোবিন্দ আলাদা বাড়িতে থাকেন। এ বার সুনীতা জানান, গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদ্‌যাপন করেন। একা কেক কাটেন, সন্ধ্যা ৮টা বাজলেই মদের বোতল খুলে বসেন, যদিও নেপথ্যের কারণও জানিয়েছেন সুনীতা।

Advertisement

সব সময়ই স্পষ্টভাষী, স্বামীর কথা হোক বা সন্তানদের কথা। রাখঢাক রাখেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, মদের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন। তবে রোজ যে মদ্যপান করেন, তেমন না। কোনও খুশির দিনে কিংবা খেলা দেখতে দেখতে। এ ছাড়া প্রতি রবিবার মদ্যপানে বসেন। তবে জন্মদিনটা একা থাকেন। কারণ সুনীতা মনে করে জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে। তারকা-পত্নীর কথায়, ‘‘আমি আমার ছেলেমেয়েদের জন্মদিন উদ্‌যাপন করতে খুশি। আর নিজের জন্মদিনে সকালে পুজোপাঠ করি। মন্দিরে যাই, কখনও গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি, তার পর সন্ধ্যা ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবটাই তো একা একা হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement