Entertainment News

বলুন তো, এই ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন কোথায়?

সদ্য দু’টি গ্রুপ ছবি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন ঐশ্বর্যা। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এলকেজি টাইমস’। অন্য একটি ছবির ক্যাপশনে লেখা, ‘গ্রেড ওয়ান, দ্য সেম এজ অ্যাজ আরাধ্যা।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৮ ১৪:৫৭
Share:

গেস করুন তো কোথায় ঐশ্বর্যা? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মেয়ে আরাধ্যার বয়স এখন ৬। মা ঐশ্বর্যাও খুঁজে বের করলেন তাঁর ওই বয়সের ছবি। নস্ট্যালজিক হলেন নায়িকা।আর মুহূর্তে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

সদ্য দু’টি গ্রুপ ছবি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন ঐশ্বর্যা। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এলকেজি টাইমস’। অন্য একটি ছবির ক্যাপশনে লেখা, ‘গ্রেড ওয়ান, দ্য সেম এজ অ্যাজ আরাধ্যা।’

তবে এই ছবিতে তিনি কোথায় তা কিন্তু খোলসা করেননি ঐশ্বর্যা। বরং ছোটবেলার ছবিতে নায়িকাকে খুঁজে নেওয়ার ভার তাঁর অনুরাগীদের। 💖 😍🌈✨ (_)

Advertisement

💖 😍🌈✨

(_)

তবে এই ছবিতে তিনি কোথায় তা কিন্তু খোলসা করেননি ঐশ্বর্যা। বরং ছোটবেলার ছবিতে নায়িকাকে খুঁজে নেওয়ার ভার তাঁর অনুরাগীদের। 💖 😍🌈✨

আপনি কি চিনতে পারছেন ছোট ঐশ্বর্যাকে? অনুমান করুন তো এত শিশুর মধ্যে কোন জন বচ্চন-বধূ? নায়িকার এখনকার মুখের সঙ্গে ছোটবয়সের মুখের আদল অনেকটাই মিলে যায় বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠেরা।

আমাদের মনে হয়েছে নীচের ছবিতে শিক্ষিকার ডান দিকে বসা প্রথম মেয়েটিই ঐশ্বর্যা রাই বচ্চন। আপনিও কি একমত? 💖 😍💖 (_)

💖 😍💖

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement