Gulshan Kumar

গুলশন কুমারকে নিশানা করে ১৬ রাউন্ড গুলি চালায় আব্দুল রউফ, কী ভাবে মৃত্যু সেই দুষ্কৃতীর?

গুলশনকে লক্ষ্য করে নাকি ১৬ বার গুলি চালায় আব্দুল রউফ মারচেন্ট। ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। কী ভাবে সেই আব্দুল রউফ প্রয়াত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬
Share:

গুলশন কুমার। ছবি: সংগৃহীত।

১৯৯৭ সালের অগস্ট মাসে মুম্বইয়ে সঙ্গীতজগতের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা গুলশন কুমারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। একাধিক ব্যক্তির নাম ওঠে এই হত্যাকাণ্ডের চার্জশিটে। তবে গুলশনকে লক্ষ্য করে নাকি ১৬ বার গুলি চালায় আব্দুল রউফ মারচেন্ট। ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সেই আব্দুল রউফ প্রয়াত।

Advertisement

২০০২ সাল থেকে হারসুল জেলে বন্দি ছিল আব্দুল। মাঝে অবশ্য প্যারোলে বেরিয়েছিল ২০০৯ সালে। জেল থেকে বের হতেই পালিয়ে যায় সে। মাঝে আট বছর গা ঢাকা দিয়েছিল আব্দুল। তার পরে ২০১৭ সালে ফের পুলিশের জালে ধরা পড়ে আব্দুল। আবার জেলবন্দি হয় সে। গত ৩০ ডিসেম্বর হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তার। হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে খানিকটা সুস্থ বোধ করলে ৪ জানুয়ারি তাকে ফিরিয়ে আনা হয় জেলে। বৃহস্পতিবার জেলেই মৃত্যু হয় গুলশন কুমারের খুনের মূল অপরাধীর। তার বয়স হয়েছিল ৬০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement