kartik karina kubiliute

গোয়ায় করিনার সঙ্গে এক হোটেলেই ছিলেন কার্তিক? জল্পনা ছড়াতেই প্রতিক্রিয়া দিলেন অভিনেতার মা

তিনি কার্তিকের প্রেমিকা নন, ইতিমধ্যেই বলেছেন করিনা। ছেলের সঙ্গে অষ্টাদশীর নাম জড়াতে কী প্রতিক্রিয়া দিলেন অভিনেতার মা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৯
Share:

(বাঁ দিকে) কার্তিক আরিয়ান, (ডান দিকে) করিনা কুবলিয়ুট । ছবি: সংগৃহীত।

নতুন বছরের শুরুটা কার্তিক আরিয়ান করেছিলেন গোয়ায়। জল্পনা, অভিনেতার সঙ্গে নাকি তাঁর নতুন প্রেমিকা করিনা কুবলিয়ুট ছিলেন। গোয়া থেকে দু’জনে ছবি ভাগ করে নিতেই জল্পনা শুরু। আলোচনা জোরালো হতেই যদিও ওই অষ্টাদশী জানিয়েছিলেন, তিনি মোটেই কার্তিকের প্রেমিকা নন। এ বার ছেলের হয়ে ময়দানে নামলেন কার্তিকের মা।

Advertisement

ইংল্যান্ডের কার্লিসল কলেজের ছাত্রী করিনা। তিনি পেশায় একজন ‘চিয়ারলিডার’ও। এই মুহূর্তে কার্তিক ও করিনার বয়সের ব্যবধান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। করিনাকে ইনস্টাগ্রামে অনুসরণও করতেন অভিনেতা। কিন্তু করিনার সঙ্গে নাম জড়িয়ে পড়তেই তাঁকে ‘আনফলো’ করে দেন অভিনেতা। অন্য দিকে, করিনা নিজের ইনস্টাগ্রাম বায়োতে পর্যন্ত লিখে বসেছেন, “আমি কার্তিককে চিনি না। আমি ওঁর প্রেমিকা নই। আমি আমার পরিবারের সঙ্গে বেড়াতে এসেছি।” যদিও কার্তিক ও করিনা মুখে যা-ই বলুন না কেন, শোনা যাচ্ছে গোয়ায় তাঁরা একই হোটেলে ছিলেন। যদিও ঘর আলাদা ছিল। ছেলেকে নিয়ে এ হেন বিতর্কের মাঝে কার্তিকের মা একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আর কার কার নাম জড়াবেন?’’ অনুরাগীদের মতে, ছেলের সঙ্গে একাধিক অভিনেত্রীর পরে করিনার নাম জড়াতেই কটাক্ষ ছুড়েছেন তাঁর মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement