Gurmeet-Debina

পর্দার রাম তিনি, স্ত্রী দেবিনার পা ছুঁয়ে কেন প্রণাম করলেন গুরমিত?

গুরমিত ও দেবিনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যাবে, তাঁদের রসায়নে আজও একই রকমের রোমাঞ্চ রয়েছে। সম্প্রতি স্ত্রীর পায়ে হাতে দিয়ে কেন প্রণাম করলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৯:২১
Share:

দেবিনার পায়ে হাত দিয়ে প্রণাম গুরমিতের। ছবি: সংগৃহীত।

ছোট পর্দায় রাম ও সীতার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন গুরমিত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায় একের পর এক ধারাবাহিক ও রিয়্যালিটি শো-তে কাজ করে দম্পতি খ্যাতি অর্জন করেন। তার পরে বড় পর্দাতেও অভিনয় করেছেন গুরমিত। তারকা দম্পতির প্রেমকাহিনি আজকের নয়। দীর্ঘ যাত্রা তাঁদের। ২০০৬ থেকে প্রেম, তার পরে বিয়ে। গুরমিত ও দেবিনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যাবে, তাঁদের রসায়নে আজও একই রকমের রোমাঞ্চ রয়েছে। সম্প্রতি স্ত্রীর পায়ে হাতে দিয়ে প্রণাম করলেন গুরমিত।

Advertisement

এক দশকের বেশি সময় ধরে দাম্পত্য জীবন তাঁদের। দুই কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ দিন ছোট পর্দায় দেখা যায়নি তাঁদের। ফের ফিরছেন তাঁরা একটি রিয়্যালিটি শোয়ে। দম্পতিদের নিয়ে তৈরি এই শোয়ে প্রতিযোগী তাঁরা। ‘পতি পত্নী ও পঙ্গা’ শীর্ষক এই শোয়ে তাঁরা অংশগ্রহণ করেছেন। শোয়ের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে বাঙালি কনে ও বর সাজে ধরা দিলেন তাঁরা। সেখানেই স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন অভিনেতা। সবর্দায় একে অপরের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তাঁরা। এই অনুষ্ঠানে এসেও স্ত্রীর গুণগান গুরমিতের কণ্ঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement