Entertainment News

বিগ বস-এর ঘরে ‘বাবা’ রাম রহিম!

অনেকেই বলছেন, অন্তত গত সাত-আটদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা ‘বাবা’কে বিগ বস হাউজে দেখা গেলে বেশ জমত! বিগ বস-এর নতুন সিজনে এমন কোনও সম্ভাবনা নেই। তবে এক বার এমন সুযোগ কিন্তু তৈরিও হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৯:০০
Share:

‘বাবা’ রাম রহিম সিংহ। ছবি— সংগৃহীত।

ভেবে দেখুন, বিগ বস হাউজের অতিথি গুরমিত রাম রহিম সিংহ!

Advertisement

অনেকেই বলছেন, অন্তত গত সাত-আটদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা ‘বাবা’কে বিগ বস হাউজে দেখা গেলে বেশ জমত! বিগ বস-এর নতুন সিজনে এমন কোনও সম্ভাবনা নেই। তবে এক বার এমন সুযোগ কিন্তু তৈরিও হয়েছিল।

আরও পড়ুন, বন্ধই হয়ে গেল ‘দ্য কপিল শর্মা শো’!

Advertisement

আরও পড়ুন, বলিউডে গত বছর সবচেয়ে বেশি আয় কার জানেন?

ধর্ষণের দায়ে আপাতত জেলে ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ। তিনি জেলে যাওয়ার পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাঁর সম্পর্কে। পাঁচ কোটি ভক্তের ‘ভগবান’ রাম রহিম নাচাগানা এবং সিনেমাতেও প্রবল উৎসাহী ছিলেন। ২০১২-তে মিউজিক অ্যালবাম রিলিজ করে বিনোদনের জগতে আগমন। ২০১৫-তে সোজাসুজি পা রাখেন সিনেমায়। ইতিমধ্যেই এক গুচ্ছ সিনেমা ‘বাবা’র ঝুলিতে। এমএসজি, এমএসজি টু, জাট্টু ইঞ্জিনিয়র সেগুলির অন্যতম। রঙিন জীবনে অভ্যস্ত এই ধর্মগুরুর নাকি বিগ বস হাউজেও যাওয়ার কথা ছিল। বলিউড সূত্রের খবর, ‘এমএসজি’ ছবির প্রচারে গিয়ে ‘বাবা’ নিজেই এ কথা জানিয়েছিলেন। সেটা ছিল বিগ বস সিজন নাইন-এর সময়। তিনি বলেছিলেন, ‘‘বিগ বস কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন। তবে আমি একটি শর্ত রেখেছি। প্রতিদিন আমাকে ২-৩ ঘণ্টা হাউজের বাইরে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করতে দিতে হবে...। শর্ত জানার পর এখনও কিছু ফাইনাল হয়নি।’’

‘বিগ বস’-এর সেটে সঞ্চালক সলমন খান।

বিগ বস-এর নিয়ম অনুযায়ী, ওই হাউজে এক বার কেউ ঢুকলে খেলার নিয়মে আউট না হওয়া পর্যন্ত তিনি বাইরে বেরতে পারেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রমও রয়েছে। কিন্তু রাম রহিমের আবদার মেটানো বোধ হয় সম্ভব ছিল না বিগ বসের পক্ষে। সেই কারণেই হয়তো তাঁকে বিগ বস-এর ঘরে দেখতে পেলেন না দর্শকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement