আগামী ২২ জুলাই বাবা হচ্ছেন হরভজন?

বাবা হতে চলেছেন হরভজন সিংহ। কিন্তু তা যে আগামী শুক্রবার অর্থাত্ ২২ জুলাই হতে চলেছে, তা জানেন কি? হরভজন-গীতার ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ জানা গিয়েছে, গীতার ডিউ ডেট আগামী ২২ জুলাই। সব কিছু ঠিক থাকলে ওই দিনই প্রথম সন্তানের জন্ম দেবেন গীতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ১৫:২১
Share:

বিমানবন্দরে হরভজন-গীতা।— ফাইল চিত্র।

বাবা হতে চলেছেন হরভজন সিংহ। কিন্তু তা যে আগামী শুক্রবার অর্থাত্ ২২ জুলাই হতে চলেছে, তা জানেন কি? হরভজন-গীতার ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ জানা গিয়েছে, গীতার ডিউ ডেট আগামী ২২ জুলাই। সব কিছু ঠিক থাকলে ওই দিনই প্রথম সন্তানের জন্ম দেবেন গীতা।

Advertisement

আপাতত লন্ডনে গীতার পরিবারের সঙ্গে রয়েছেন দম্পতি। সেখানেই তাঁদের প্রথম সন্তানের জন্ম হবে।

পরিবারের নতুন সদস্যের জন্য প্রচুর শপিং করেছেন তাঁরা। ইংল্যান্ড থেকে সন্তানের জন্য ডিজাইনার স্যুটও কিনেছেন গীতা। প্রথম সন্তানের জন্ম নেওয়ার আগে কী ভাবে প্রস্তুতি নেবেন, তা জানতে বিশেষ ক্লাসও করছেন দম্পতি।

Advertisement

আরও পড়ুন, বাবা হতে চলা ভাজ্জিকে কেন গালাগালি করছেন স্ত্রী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement