(বাঁ দিক থেকে) নাতাশা স্তানকোভিচ, হার্দিক পাণ্ড্য, মাহিকা শর্মা। ছবি: সংগৃহীত।
জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ড্য। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার নাম জড়িয়েছিল হার্দিকের সঙ্গে। যদিও মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক। একসঙ্গে মলদ্বীপ ঘুরতে গিয়ে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন। এ বার নাকি আরও এক ধাপ এগিয়েছেন তাঁরা। মাহিকার সঙ্গে নাকি বাগ্দান সেরে ফেলেছেন তিনি!
সম্প্রতি মাহিকাকে দেখা গিয়েছে হার্দিকের সঙ্গে পুজো করতে, যজ্ঞ করতে। অনেকেরই ধারণা, নতুন বাড়ির গৃহপ্রবেশে প্রেমিকাকে নিয়ে পুজো সেরেছেন হার্দিক। এ দিন একেবারে সাবেকি সাজে দেখা যায় মাহিকাকে। একই সঙ্গে পাজামা ও পাঞ্জাবিতে দেখা যায় হার্দিককে। ক্রিকেটতারকা কখনও প্রেমিকাকে কোলে তুলে নিয়েছেন, কখনও আবার দেখা গিয়েছে প্রেমিকার সঙ্গে পুজো করছেন। আবার কখনও ছেলে অগস্ত্যর সঙ্গে খুনসুটি করতেও দেখা গেল তাঁকে। হার্দিক ও মাহিকার এমন ঘরোয়া রূপ দেখে অনুরাগীরা দুয়ে দুয়ে চার করছেন।
এমন সময় মাহিকার অনামিকায় দেখা গেল একটি হিরের আংটি। তার পর থেকেই নেটপাড়ার একাংশের ধারণা, হার্দিক ফের হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। একে অপরের সঙ্গ যে তাঁরা বেশ উপভোগ করছেন, তা বলাই বাহুল্য। তবে বিয়ের পিঁড়িতে কবে বসছেন বা আদৌ বাগ্দান সেরে ফেলেছেন কি না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করেন জানাননি কেউই। কোভিডের সময় হঠাৎই নাতাশাকে বিয়ে করে বসেন হার্দিক। এ বারেও কি একই পন্থা অবলম্বন করবেন তিনি?