কর্ণ কি হার্দিকের জন্যই আর বিরাটকে ডাকেননি? ছবি: সংগৃহীত।
‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে অতিথি হিসাবে একাধিক বার এসেছেন অনুষ্কা শর্মা। কেন একবারও বিরাট কোহলিকে আমন্ত্রণ জানাননি কর্ণ জোহর? সম্প্রতি বলিউড পরিচালক ও প্রযোজক প়ড়লেন এই প্রশ্নের মুখে।
হার্দিক পাণ্ড্য এবং কেএল রাহুলের মতো ক্রিকেটতারকারা এসেছেন কর্ণের এই অনুষ্ঠানে। তা হলে বিরাট নন কেন? বলি পরিচালক জানান, হার্দিক এবং কেএল রাহুলকে আমন্ত্রণের অভিজ্ঞতা তাঁর আজও মনে আছে। তাই বিরাটকে আমন্ত্রণ জানানোর আর সাহস পাননি। কর্ণ বলেছেন, “আমি বিরাটকে কোনও দিন আসতে বলিনি। হার্দিক ও রাহুলের সঙ্গে যা হল, তার পরে আর কোনও ক্রিকেটতারকাকেই ডাকিনি। এমন অনেকেই রয়েছেন, যাঁরা ডাকলেও আসবেন না। তাই আমিও তাঁদের আর ডাকিনি।”
২০১৮ সালে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্দিক ও রাহুল। হার্দিকের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কত জন মহিলাকে তিনি শয্যাসঙ্গিনী করেছেন, তার বড়াই করেছিলেন ক্রিকেটতারকা। হার্দিক-সহ গোটা অনুষ্ঠানকেই সেই সময়ে নারীবিদ্বেষী তকমা দেওয়া হয়েছিল। এমনকি দুই ক্রিকেটতারকাকে বিসিসিআই-এর পক্ষ থেকে শো-কজ় নোটিশও দেওয়া হয়েছিল। অন্য দিকে কর্ণও কটাক্ষের শিকার হয়েছিলেন। নেটাগরিক মনে করেন, ওই পর্বের পর থেকেই কর্ণ রাশ টেনেছেন তাঁর প্রশ্ন ও কথা বলার বিষয়ে। আর বিতর্ক চান না বলেই, খুব বিতর্কিত বিষয় তিনি আর টানেন না।