hardik pandya birthday

বাথটবে ছড়ানো গোলাপের পাপড়ি, হার্দিককে ‘ড্যাডি’ সম্বোধন, মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে কিসের উদ্‌যাপনে মাতলেন?

নীল জলরাশির সামনে দাঁড়িয়ে দু’জনে। অনুরাগীরা বলছেন, সম্পর্কে সিলমোহর দিয়েছেন তাঁরা। স্নানকক্ষ থেকে ছবি দিয়ে পাল্টা ভালবাসা দেখালেন মাহিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

হার্দিকের সঙ্গে একান্ত যাপনে মাহিকা। ছবি: সংগৃহীত।

মাত্র ২৪ ঘণ্টা আগে মাহিকা শর্মার সঙ্গে প্রথম বার ক্যামেরাবন্দি হয়েছেন হার্দিক পাণ্ড্য। সেই থেকে তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই। শুক্রবার রাতেই মাহিকার সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি দেন হার্দিক। নীল জলরাশির সামনে দাঁড়িয়ে দু’জনে। অনুরাগীরা বলছেন সম্পর্কে সিলমোহর দিয়েছেন তাঁরা। পাল্টা ভালবাসা দেখালেন মাহিকা।

Advertisement

খ্যাতনামী এই মডেলের সঙ্গে হার্দিক নাকি মলদ্বীপে গিয়েছেন। সেখানেই তাঁরা হোটেলের স্নানকক্ষ থেকে ছবি দিয়েছেন। ১১ অক্টোবর হার্দিকের জন্মদিন। বিশেষ দিন উদ্‌যাপন করতেই যুগলে ছুটে গিয়েছেন সমুদ্রসৈকতে। হার্দিকের ছবি দিয়ে এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মাহিকা। সমাজমাধ্যমের পোস্টের সঙ্গে জুড়েছেন ‘ড্যাডি’ গানটি। তার পরই মাহিকা একটি বাথটবের ছবি দেন, যেখানে ছড়ানো রয়েছে গোলাপ ফুলের পাপড়ি। তবে কি সম্পর্ককে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা?

হার্দিকের নতুন প্রেমিকার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশার। অনেকেরই দাবি, নাতাশার মতো মেয়েই নাকি আদতে পছন্দ করেন হার্দিক। নাতাশা তাঁর কর্মজীবন শুরু করেন মডেলিং দিয়ে। মাহিকার শুরুটাও সে ভাবে। মডেলিংয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও যথেষ্ট আগ্রহী মাহিকা। এই বিষয়েও নাতাশার সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। যদিও নাতাশার সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি হার্দিকের। এখন মাহিকাতে থিতু হন কি না ক্রিকেটতারকা, সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement