Haryanvi Rapper Singer Fazilpuria Targeted

গাড়িতে বসে র‌্যাপার, হঠাৎ ধেয়ে এল গুলি! প্রাণে কি বাঁচতে পারলেন গায়ক ফাজ়িলপুরিয়া?

একের পর এক হামলার খবরে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ছে সঙ্গীতমহল, বিনোদন দুনিয়া! প্রতি মুহূর্তে হামলার শঙ্কায় ভুগছেন খ্যাতনামীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১০:৪৬
Share:

এ বার হামলা গায়ক ফাজ়িলপুরিয়ার উপরে। ছবি: সংগৃহীত।

স্বদেশে-বিদেশে একের পর এক হামলায় বিপর্যস্ত খ্যাতনামীরা! কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফেতে দুষ্কৃতী হামলার পর কাটেনি এক সপ্তাহও। এ বার আক্রান্ত হরিয়ানার র‌্যাপার ফাজ়িলপুরিয়া। খবর, গুরুগ্রামের উপকণ্ঠে বাদশাহপুরের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ফাজিলপুরিয়াকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর গা ঘেঁষে বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, এই র‍্যাপার-ইউটিউবার এলভিশ যাদবের বন্ধু। সাপের বিষ এবং সাপ ব্যবহারের মামলায় তিনিও জড়িত। সম্ভবত এই কারণেই তাঁর উপরে হামলা হয়ে থাকতে পারে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, ফাজ়িলপুরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। হামলার সময় তিনি নিজের গাড়িতে বসেছিলেন। গায়কের প্রকৃত নাম রাহুল যাদব। সম্ভবত গাড়ির ভিতরে থাকার জন্যই তিনি রক্ষা পান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গায়কের গাড়ি সাদার্ন পেরিফেরাল রোডের দিকে যাওয়ার সময় এই হামলা ঘটে। এলোপাথাড়ি গুলি চালিয়েই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্য কেউ এ ঘটনায় জখম হননি বলেই জানা গিয়েছে।

গায়কের উপরে হামলার খবর ছড়িয়ে পড়তেই শঙ্কিত সঙ্গীতমহল এবং বিনোদন দুনিয়া।

Advertisement

উল্লেখ্য, ফাজিলপুরিয়া হরিয়ানভি এবং পাঞ্জাবি গানের দুনিয়ায় জনপ্রিয়। ২০১৪-য় ‘লড়কি বিউটিফুল কর গ্যয়ি চুল’ গান তাঁকে রাতারাতি জনপ্রিয় করে। গানটি পরবর্তীতে আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মলহোত্র এবং ফওয়াদ খান অভিনীত ‘কাপুর অ্যান্ড সন্স’-এ ব্যবহৃত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement