Rudranil Ghosh Update

শীঘ্রই শুরু হবে শুটিং, ‘মাতঙ্গী’ সিরিজ়ের কার্যনির্বাহী পরিচালক পদে থাকবেন না রুদ্রনীল?

এমনই খবর ছড়িয়েছে টলিপাড়ায়। ২০২৩-এ সিরিজ়টির শুটিং শুরু হয়েছিল। দুই নায়িকার মনোমালিন্যে আচমকা থমকে যায় কাজ। বদলে যান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:৫৪
Share:

কার্যনির্বাহী পরিচালক পদ থেকে কেন সরে যাচ্ছেন রুদ্রনীল ঘোষ? ছবি: ফেসবুক।

একের পর এক গেরোয় জেরবার ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার সিরিজ় ‘মাতঙ্গী’। ২০২৩-এ রহস্য-রোমাঞ্চ সিরিজ়ের শুটিং শুরু হয়েছিল। গল্পের কেন্দ্রে চার নারী, যাঁদের জীবন নিয়েই আবর্তিত হবে সিরিজ়। শুরুতে এই চার নায়িকা চরিত্রে বাছা হয়েছিল সোহিনী সরকার, তৃণা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, আভেরী সিংহ রায়কে। সৌমিক চট্টোপাধ্যায়, দীপাঞ্জন চন্দের পরিচালনায় সিরিজ়ের কার্যনির্বাহী পরিচালক রুদ্রনীল ঘোষ। শুটিং শুরুর চার দিনের মধ্যেই সিরিজ়টির কাজ বন্ধ হয়ে যায় সোহিনী এবং তৃণার মনোমালিন্যের জেরে। বেশ কিছু দিন বন্ধ থাকার পরে তৃণার পরিবর্তে রোশনি ভট্টাচার্যকে নিয়ে ফের শুরু হয় শুটিং। চার-পাঁচ দিনের কাজ যখন বাকি, তখন ফের বন্ধ শুটিং।

Advertisement

সোমবার শোনা গেল, সব ঠিক থাকলে বছর দুই পরে ফের সিরিজ়ের বাকি কাজ নাকি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। একটি বড় অংশের শুটিং ওই চার দিনের শুটিংয়ের মধ্যে থাকবে। তবে এ বারেও কিছু বদল ঘটবে। রুদ্রনীল নাকি সিরিজ়ের কার্যনির্বাহী পরিচালকের আসনে আর না-ও থাকতে পারেন! কেন এই বদল? প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল করেছিল অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের সঙ্গে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বলেছেন, “ঠিকই জেনেছেন। আমি আর কার্যনির্বাহী পরিচালকের পদে থাকছি না। প্রযোজনা সংস্থাকে সে কথা জানিয়েও দিয়েছি।”

কেন থাকবেন না সে কথাও জানিয়েছেন অভিনেতা। বলেছেন, “আমার হাতে একাধিক কাজ। কার্যনির্বাহী পরিচালকের দায়িত্বে থাকা মানে পোস্ট প্রোডাকশনের সময়েও আমায় থাকতে হবে। যা এখন আর আমার পক্ষে সম্ভব নয়। তাই কার্যনির্বাহী পরিচালকের পদ থেকে সরে যাচ্ছি। আশা, আমার পরিস্থিতি বিবেচনা করবেন প্রযোজক নীলরতন দত্ত। তবে আমি আমার অংশের অভিনয় শেষ করব।” প্রযোজক অবশ্য এখনই বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

Advertisement

বছর দুই আগে এমন কী হয়েছিল যার জন্য বিরোধ বাঁধে সোহিনী-তৃণার মধ্যে? খবর, সেই সময় মেকআপ ভ্যান নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল দুই নায়িকার মধ্যে। সোহিনীর মতো মেকআপ ভ্যান পাননি তিনি। অভিযোগ ছিল দ্বিতীয় নায়িকার, যার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। যার জেরে বন্ধ হয়ে যায় শুটিং। পরে তৃণার জায়গায় রোশনি আসেন। শুটিং শুরু হয়। তার পরেও অজানা কারণে দু’বছর বন্ধ ছিল শেষ পর্বের কাজ। টলিউডের অন্দরের খবর, কাজ শেষ করার খবর ইতিমধ্যেই নাকি মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। আশায় দিন গুনছেন সিরিজ়ের সঙ্গে যুক্ত অভিনেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement