কোন নায়কের এমন মতিভ্রম? প্রতীকী ছবি।
শেষে ‘চিকিৎসক’-এর এই মতি? সমাজমাধ্যমে নিজের নগ্ন ছবি নিজেই ছড়িয়ে চর্চার শিরোনামে ছোট পর্দার এই নায়ক। প্রথম সারির একটি ধারাবাহিকের জনপ্রিয় নায়ক তিনি। পর্দায় তাঁর ‘চিকিৎসক’ রূপে মন ভুলেছে অনুরাগীদের। ছোট পর্দায় আবারও জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়িকার সঙ্গে। সেই নায়কের এই ‘কীর্তি’তে স্তম্ভিত সকলে!
বিস্মিত অনুরাগীদের প্রশ্ন, সত্যিই কি কোনও সমস্যা দেখা দিয়েছে এই অভিনেতার? তাই কি এই ‘মতিভ্রম’ তাঁর?
জবাব অধরা। অভিনেতার ফোন বন্ধ। এ দিকে টেলিপাড়ার খবর, সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। তারই একটিতে তিনি নিজের নগ্ন ছবি ছড়িয়েছেন। শুধুই ছবি? অত্যন্ত আপত্তিকর ভিডিয়োও ভাগ করে নিয়েছেন, যা দেখে আঁতকে উঠেছেন অনুসরণকারীরা। অনেকে প্রথমে প্রযুক্তির কারসাজি বলে মনে করেছিলেন। নানা ভাবে যাচাই করে একাধিক মানুষের দাবি, কোথাও কোনও কারসাজি নেই। সবটাই নায়কের ‘বিকৃত মস্তিষ্কে’র ফল!
গত শীতে আইনি বিয়েতে বাঁধা পড়েছেন ওই অভিনেতা। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করেছেন তিনি। যে অ্যাকাউন্ট থেকে নগ্ন ছবি, ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন সেই অ্যাকাউন্টটির সঙ্গে নাকি তাঁর স্ত্রীও যুক্ত। তিনি কি স্বামীর এই ‘কীর্তি’র খবর রাখেন? রাখলে কী করে চুপচাপ মেনে নিচ্ছেন? প্রশ্ন ঘুরছে বিনোদন দুনিয়ার অন্দরে।