Entertainment News

মেয়ের কী নাম রাখবেন, তাও ঠিক করে ফেলেছেন আলিয়া!

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়ার ‘গাল্লি বয়’। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে প্রথমবার অনস্ক্রিন দেখা যাবে আলিয়া-রণবীর সিংহ জুটিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫২
Share:

আলিয়া ভট্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূরের প্রেমের গুঞ্জন বলিউডে নতুন নয়। দু’জনের কেউই প্রকাশ্যে এ বিষয়ে মুখ না খুললেও বহু ইঙ্গিত দিয়েছেন। বিয়ে নিয়েও মুখ খোলেননি কেউ। তবে এর মধ্যেই নিজের মেয়ের নাম নাকি ঠিক করে ফেললেন আলিয়া!

Advertisement

সদ্য এক নাচের রিয়ালিটি শো-এ গিয়েছিলেন আলিয়া। সেখানে এক প্রতিযোগী আলিয়ার নামের উচ্চারণ ভুল করে তাঁকে আলমা বলে ডাকেন। তখনই হেসে আলিয়া বলেন, ‘‘আলমা খুব সুন্দর নাম। আমি আমার মেয়ের নাম রাখব আলমা।”

ওই শো-এ রণবীরের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় আলিয়াকে। এড়িয়ে না গিয়ে নায়িকা জবাব দেন, ‘‘সবে তো দুটো দারুণ বিয়ে এনজয় করলাম আমরা। এ বার একটু বিরতি নেওয়া উচিত। সিনেমা দেখা উচিত, সিনেমায় কাজ করা উচিত…।’’

Advertisement

আরও পড়ুন, গুরুতর অসুস্থ সোনু, হাসপাতাল থেকে কী বললেন অনুরাগীদের

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে আলিয়ার ‘গাল্লি বয়’। জোয়া আখতার পরিচালিত এই ছবিতে প্রথমবার অনস্ক্রিন দেখা যাবে আলিয়া-রণবীর সিংহ জুটিকে। তবে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্য অপেক্ষা করছে সিনে মহল। কারণ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবিতেই প্রথমবার রণবীর কপূরের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement