Entertainment News

ফের প্রেমে পড়েছেন এই নায়িকা?

তিনি নাকি বারংবার পরিচালকদের প্রেমে পড়েন। এর আগে নাকি ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’- ছবির পরিচালক মনীশ শর্মার প্রেমে পড়েছিলেন এই নায়িকা। সে সম্পর্ক ভেঙে গিয়েছে। ফের নাকি প্রেমে পড়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১৬:৩৯
Share:

কে ইনি?

তিনি নাকি বারংবার পরিচালকদের প্রেমে পড়েন। এর আগে নাকি ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ এবং ‘শুদ্ধ দেশি রোমান্স’- ছবির পরিচালক মনীশ শর্মার প্রেমে পড়েছিলেন এই নায়িকা। সে সম্পর্ক ভেঙে গিয়েছে। ফের নাকি প্রেমে পড়েছেন তিনি। এ বার তাঁর প্রেমিক এক সহকারী পরিচালক! তিনি, অর্থাত্ পরিণীতি চোপড়া সম্বন্ধে এ হেন গসিপই আপাতত চলছে বি-টাউনে।

Advertisement

আরও পড়ুন, বাবা হতে চলেছেন সলমন

বলি সূত্রের খবর, পরিণীতি ও তাঁর নতুন বয়ফ্রেন্ডকে মুম্বইয়ের বেশ কিছু জায়গায় এক সঙ্গে দেখা গিয়েছে। এর আগে মনীশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ‘কফি উইথ কর্ণ’তে প্রশ্ন করা হলে নায়িকা বলেছিলেন, “আমাদের ডেটিং নিয়ে প্রচুর গুজব ছিল। আমার মনে হয়, এখন আর সে সব গুজব নেই। নতুন গুজব হল, আমি নাকি সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছি।”

Advertisement

পরিণীতি চোপড়া।

আগামী ১২ মে মুক্তি পাবে পরিণীতির নতুন ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’। এই ছবিতে তাঁর নায়ক আয়ুষ্মান খুরানা। জোরকদমে চলছে ছবির প্রচার। এবং একই সঙ্গে নিজের ‘লভ লাইফ’-এর গসিপ নিয়েও শিরোনামে পরিণীতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement