Entertainment News

সুইমসুটে ‘হট’ ফোটোশুট, ভাইরাল এষা গুপ্তর ছবি

মাস খানেক আগে টপলেস শুটের পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এষা গুপ্তকে ট্রোলড হতে হয়েছিল। বিতর্কিত কমেন্টগুলো পোস্ট থেকে মুছে ফেললেও নিজের ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে সরাননি এষা। ফের সুইমসুটে সাহসী ফোটোশুট করিয়েছেন অভিনেত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৫:০৯
Share:
০১ ০৬

মাস খানেক আগে টপলেস শুটের পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এষা গুপ্তকে ট্রোলড হতে হয়েছিল। বিতর্কিত কমেন্টগুলো পোস্ট থেকে মুছে ফেললেও নিজের ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে সরাননি এষা। ফের সুইমসুটে সাহসী ফোটোশুট করিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এষার নতুন ছবি পোস্ট হতেই কিন্তু ভাইরাল।

০২ ০৬

গ্ল্যামারাস অভিনেত্রীর ‘হট’ ফোটোশুট। সুইমসুটে ফের সাহসী ছবি পোস্ট করলেন এষা গুপ্ত।

Advertisement
০৩ ০৬

এর আগেও বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় বেশ সাহসী ছবি পোস্ট করেছেন এষা। তার জন্য সমালোচিতও হতে হয়েছে। তবে কোনওবারই ট্রোলিংকে তোয়াক্কা করেননি অভিনেত্রী।

০৪ ০৬

ট্রোল সোশ্যাল ওয়াল থেকে মুছে দিলেও, ছবিগুলি এখনও রয়েছে নায়িকার ইনস্টাগ্রাম পেজে।

০৫ ০৬

সম্প্রতি ‘জি কিউ’ ম্যাগাজিনের জন্য একটি ফোটোশুট করেছেন এষা। বেশিরভাগ ছবিই সুইমসুটে।

০৬ ০৬

ইনস্টাগ্রামে এই ছবিগুলি পোস্ট করেছেন এষা। ছবি কিন্তু ওয়েব দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement