Entertainment News

ছোট্ট শ্রীকৃষ্ণ আজকাল কী করছেন?

হামাগুড়ি দেওয়ার বয়সেই সে স্টার। ‘জয় শ্রী কৃষ্ণ’ ধারাবাহিকে তাঁর অভিনয়ও নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর কোথায় হারিয়ে গেল সে?  জেনে নেওয়া যাক সেই ছোট্ট শ্রী কৃষ্ণ সম্পর্কিত কিছু তথ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৯:৪৯
Share:
০১ ০৭

হামাগুড়ি দেওয়ার বয়সেই সে স্টার। ‘জয় শ্রীকৃষ্ণ’ ধারাবাহিকে তাঁর অভিনয়ও নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর কোথায় হারিয়ে গেল সে?  জেনে নেওয়া যাক সেই ছোট্ট শ্রীকৃষ্ণ সম্পর্কিত কিছু তথ্য।

০২ ০৭

সিরিয়ালে তাঁকে শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গেলেও, আদতে সে  মেয়ে। নাম ধৃতি ভাটিয়া। ‘জয় শ্রী কৃষ্ণ’ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ধৃতিকে।

Advertisement
০৩ ০৭

২০১২ সালে ধৃতি আবার সিরিয়ালে কামব্যাক করে। জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ইস প্যায়ার কো কেয়া নাম দুঁ’ তে দেখা গিয়েছিল ধৃতিকে। 'ডোন্ট ওরি চাচু' সিরিয়ালেও তাঁকে দেখা গিয়েছে।

০৪ ০৭

আড়াই বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ছোট্ট ধৃতির। আর এখন ১২ বছরে পা দিয়েছে ধৃতি। আর এই মুহূর্তে কোনও কাজও করছেন না ধৃতি। আপাতত পড়াশোনার উপরেই বেশি গুরুত্ব দিতে চাইছে ধৃতির পরিবার।

০৫ ০৭

সংবাদ সংস্থাকে ধৃতি জানিয়েছে, 'খুব ছোট্ট বয়সে আমি অভিনয় শুরু করি। সেটে যখন মানুষজন আসতেন আমাকে ভগবানের চোখেই দেখতেন।'

০৬ ০৭

এখন ক্লাস সিক্সে পড়ে ধৃতি। তবে ভবিষ্যতে তার ইচ্ছে একজন কোরিওগ্রাফার হওয়ার। এ ছাড়াও ছবি তোলা, নাচ এবং ছবি আঁকাও ধৃতির পছন্দের বিষয়।

০৭ ০৭

তবে সেই ‘জয় শ্রীকৃষ্ণ’ ধারাবাহিক যা তাঁকে খ্যাতির শিখরে বসিয়েছে, সে কথা অজানা নয় ছোট্ট ধৃতির। সপ্তাহে এক দিন অন্তত শ্রী কৃষ্ণের মন্দিরে গিয়ে প্রণাম করে আসে ধৃতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement