বলিউডে হেজেল কিচ জনপ্রিয়তা অর্জন করেন ২০১১-য়, সলমন খানের ‘বডিগার্ড’ ছবিতে। বেশ কিছু দক্ষিণী ছবিতেও কাজ করেছেন হেজেল। তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে ‘ম্যাক্সিমাম’, ‘কৃষ্ণম বন্দে জগৎগুরুম’, ‘হির অ্যান্ড হিরো’, ‘বাঙ্কে কি ক্রেজি বরাত’। সেলুলয়েড দেখেছে তাঁর নানান অবতার। কখনও তিনি নেহাতই পাশের বাড়ির মেয়ে, কখনও বা তিনিই লাস্যময়ী যৌনপ্রতিমা। হেজেল কিচের সেই লাস্যময়ী অবতার দেখুন এই ভিডিওয়। ‘ম্যাক্সিমাম’ ছবির আইটেম গান ‘আ আনতে আমলাপুরম’-এ কেমন ঝড় তুলেছিলেন হেজেল ভক্তদের বুকে, তারই ঝলক এই ভিডিওয়।