কেমন আছেন অভিনেতা জীতু কমল? ছবি: সংগৃহীত।
গত সপ্তাহে আচমকাই হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতা জীতু কমলকে। উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর অনুরাগীরা। চিন্তাপ্রকাশ করেছিলেন তাঁর সহ-অভিনেতা, অভিনেত্রীরাও। এখন কেমন আছেন জীতু? সূত্র বলছে, আগের চেয়ে অনেকটাই ভাল আছেন অভিনেতা। কবে থেকে শুরু করবেন ধারাবাহিকের শুটিং?
নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জীতু। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন। সোমবার শুটিংয়ের ছুটি। সম্ভবত, মঙ্গলবার থেকেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ফ্লোরে ফিরবেন অভিনেতা। যদিও এখনও পর্যন্ত নায়কের তরফে কিছু শোনা যায়নি। সূত্র বলছে, বুকে সংক্রমণ থাকার কারণেই বাড়াবাড়ি হয়েছিল। তার পর একের পর এক শুটিংয়ের চাপও পড়েছিল জীতুর উপর। তাই অনেকটাই কাবু হয়ে পড়েন অভিনেতা।
গত বুধবার থেকে চলছিল টানাপড়েন। গায়ে জ্বর নিয়ে শুটিং করছিলেন অভিনেতা। ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন তিনি। হঠাৎই বুকে চাপ অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্র বলছে, সেই সময় কাঁপুনি দিয়ে জ্বরও এসেছিল অভিনেতার। শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। যদিও পরীক্ষায় সাংঘাতিক কিছু ধরা পড়েনি।