রিয়েল লাইফ নয়, বরং রিল লাইফে সাংবাদিকের চরিত্রে নজর কেড়েছিলেন টলিউডের এই তারকারা। শর্মিলা ঠাকুর থেকে রাধিকা আপ্তে, উত্তম কুমার থেকে হালের অঙ্কুশ— সাংবাদিকের চরিত্রে কেমন মানিয়েছিল তারকাদের? কোন ছবিতেই বা এই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁদের? জানতে চোখ রাখুন গ্যালারির পাতায়।
শর্মিলা ঠাকুর: ১৯৬৬ সালে সত্যজিত্ রায়ের বিখ্যাত ছবি ‘নায়ক’-এ সাংবাদিকের ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন শর্মিলা ঠাকুর। ছবিতে তাঁর নাম ছিল অদিতি। অসামান্য দক্ষতায় একজন অবসাদগ্রস্ত, নিরাপত্তাহীনতায় ভোগা ‘ম্যাটিনি আইডল’ অরিন্দম ওরফে উত্তম কুমারের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন।
রাইমা সেন: সৃজিত মুখোপাধ্যায়ের ‘বাইশে শ্রাবণ’ ছবিতে একজন টিভি সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল রাইমাকে। একজন সিরিয়াল কিলারের খোঁজে ছিল তাঁর অভিযান। রাইমার সঙ্গে সাংবাদিকের ভূমিকায় ছবিতে নজর কেড়েছিলেন আবীর চট্টোপাধ্যায়ও।
নন্দিতা দাস: যে কোনও চরিত্রকেই নিজের সাবলীল অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলতে পারেন নন্দিতা দাস। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘শুভ মহরৎ’ ছবিতে পেজ-থ্রি সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
উত্তম কুমার: ১৯৭২ সালে মুক্তি পায় পিনাকী মুখোপাধ্যায় পরিচালিত ‘মেমসাহেব’। নিমাই ভট্টাচার্যের একটি উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিটিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল উত্তম কুমারকে। তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শকমনে।
রাধিকা আপ্তে: ২০০৯ সালে বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘অন্তহীন’। ছবিতে বৃন্দা ওরফে রাধিকা আপ্তেকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল।
কঙ্কণা সেনশর্মা: ২০১৩ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘শূন্য অঙ্ক’ ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবির রাকা ওরফে কঙ্কণা গ্ল্যামার জগত এবং পেজ-থ্রি-র সাংবাদিকতা ছেড়ে আদিবাসী জীবনের উপর কাজ শুরু করেন। ছবিটিতে ছক ভাঙা অভিনয়ে নজর কেড়েছিলেন কঙ্কণা।
অঙ্কুশ: রাজ চক্রবর্তীর পলিটিকাল ড্রামা ‘কানামাছি’ ছবিতে একজন চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কুশকে। দুর্নীতিপরায়ণ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ছিল তাঁর অভিযান। ২০১৩ সালে মুক্তি পায় ছবিটি।
শ্রাবন্তী চক্রবর্তী: পল্লব সেনগুপ্ত পরিচালিত ‘শেষ সংবাদ’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। ছবিটিতে একজন চিত্র সাংবাদিকের চরিত্রে নজর কেড়েছিলেন শ্রাবন্তী।