Sunjay Kapur Death

কোটি কোটি টাকার মালিক, তিনটে বিয়ে, করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের জীবন চমকে ওঠার মতো

দেশের অন্যতম বিলাসবহুল স্কুলে পড়াশোনা। বিদেশে কোটি টাকার ব্যবসা। কে ছিলেন সঞ্জয় কপূর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:৪৫
Share:

কোন স্কুলে পড়াশোনা করেছিলেন সঞ্জয়? ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই আসে তাঁর মৃত্যুর খবর। মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। লন্ডনে পোলো খেলতে গিয়ে যত বিপত্তি৷ কোটি কোটি সম্পত্তির মালিক সঞ্জয় কে ছিলেন? সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলেন তিনি। গাড়ির যন্ত্রাংশের বড় ব্যবসা রয়েছে তাঁর। ছোটবেলা পুরোটাই কেটেছে দেহরাদূনে৷ উত্তরাখণ্ডের বিখ্যাত দুন স্কুলের ছাত্র ছিলেন সঞ্জয়। তার পর পড়াশোনার জন্য পাড়ি দেন ইংল্যান্ডে। বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন সঞ্জয়। এক দিকে যেমন নিজের ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করেছিলেন তিনি, অন্য দিকে সঞ্জয়ের ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্রময়।

Advertisement

একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ ১৯৯৬ সালে ডিজ়াইনার নন্দিতা মহতানিকে বিয়ে করেছিলেন সঞ্জয়। সেই সম্পর্ক খুব যে সুখের হয়েছিল তা বলা যায় না। মাত্র চার বছর সংসারের পর সেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। আইনি বিচ্ছেদের বেশ কিছু দিন পর অভিনেত্রী করিশ্মা কপূররের প্রেমে পড়েন সঞ্জয়। প্রেম গাঢ় হলে বিয়ের সিদ্ধান্ত নেন।

২০০৩ সালে ধুমধাম করে ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গে বড় মেয়ে করিশ্মার বিয়ে দেন রণধীর কপূর এবং ববিতা কপূর। প্রায় ১৪ বছর একসঙ্গে ছিলেন তাঁরা৷ বিয়ের দুবছরের মাথায় মেয়ে সামারার জন্ম দেন করিশ্মা। তার কিছু দিন পরে ছেলে কিয়ানের জন্ম দেন করিশ্মা। বহু দিন থেকেই তাঁদের মধ্যে ছিল অশান্তি। শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে এত দিন সঞ্জয়ের সঙ্গে ছিলেন তিনি৷ সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন করিশ্মা। কিন্তু আর সহ্য করতে পারেননি। তাই ছেলে হওয়ার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন নায়িকা। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সেই বছরই মডেল প্রিয়া সচদেবের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। প্রায় ৯ বছর হতে চলল তাঁরা একত্রে আছেন। প্রিয়ার সঙ্গে সুখে সংসার করছিলেন তিনি। প্রিয়া ও সঞ্জয়ের একটি ছেলেও আছে। তবে করিশ্মা এবং সঞ্জয়ের দুই সন্তার তাদের মায়ের কাছেই থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement