Sunjay Kapur Death

অভিনেত্রী করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় প্রয়াত, কী হয়েছিল?

তাঁর মৃত্যুর কিছু ক্ষণ আগে অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ০০:১০
Share:

(বাঁ দিকে) করিশ্মা কপূর ,সঞ্জয় কপূর (ডান দিকে)। —ফাইল চিত্র।

পোলো ম্যাচ খেলতে গিয়ে বিপত্তি। মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। লন্ডনে পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনও সুযোগ দেননি সঞ্জয়। ৭ ঘণ্টা আগে অহমদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে। তার কিছু ক্ষণ বাদে এই খবর। প্রায় ১১ বছর হল করিশ্মার সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তাঁর। ২০১৬ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি।

Advertisement

কেন ভেঙেছিল সঞ্জয়-করিশ্মার সম্পর্ক? এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পরের দিন থেকেই তাঁর স্বামী সঞ্জয় কপূর এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন। শুধু তা-ই নয়, করিশ্মা বলেন মধুচন্দ্রিমার রাতে তাঁর স্বামী তাঁর বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। করিশ্মা যোগ করেন, স্বামী শুধু এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি। তিনি ওই বন্ধুর কাছে করিশ্মার মূল্য পর্যন্ত নির্ধারণ করেছিলেন। করিশ্মা এই প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তাঁর উপর শারীরিক অত্যাচার আরম্ভ করেন।

করিশ্মা জানান, বিয়ের পরে সঞ্জয় তাঁর আগের স্ত্রীর সঙ্গে শুধু যে সম্পর্ক বজায় রেখেছিলেন তা-ই নয়, তাঁদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল। এই সম্পর্কের বিরুদ্ধাচরণ করলে করিশ্মাকে সঞ্জয় নানা ভাবে অত্যাচার করতেন। তাঁদের দুই সন্তান। ছেলে এবং মেয়ে দুজনেই থাকে করিশ্মার কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement