Entertainment News

পরমেশ্বরী কি জুজুর বন্ধু হতে পারবেন?

এ বার পরমেশ্বরীরের লড়াইটা আলাদা। জুজুকে সামলানোর লড়াই। চলতি সপ্তাহে ধারাবাহিকে তারই আঁচ পাবেন দর্শক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৬:২০
Share:

শুটিংয়ের ফাঁকে জুজু এবং পরমেশ্বরী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

তিনি ছিলেন মুখচোরা এক মেয়ে। সংসার আগলে রাখা। কিন্তু সংসারের এক কোণে পড়ে থাকাতেই ছিল স্বস্তি। বিয়ে হল। লাঞ্ছনা, অপমান থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি নিজের জোরে। তিনি পরমেশ্বরী। অর্থাত্ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পরমেশ্বরীর লড়াই দর্শক দেখছেন ‘অন্দরমহল’-এ।

Advertisement

তবে এ বার পরমেশ্বরীরের লড়াইটা আলাদা। জুজুকে সামলানোর লড়াই। চলতি সপ্তাহে ধারাবাহিকে তারই আঁচ পাবেন দর্শক।

গল্প অনুযায়ী জুজুর সত্ মা পরমেশ্বরী। তিনি এখন সন্তানসম্ভবা। অন্যদিকে জুজুর নিজের মা অনন্যা নতুন করে জীবন শুরু করতে চলেছেন। ফের বিয়ে করছেন তিনি। এই পরিস্থিতিতে জুজু কী ভাবে মানিয়ে নেবে? দুই মায়ের দু’রকম পরিবর্তনে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছে সে। ‘মামণি’ অর্থাত্ পরমেশ্বরী কি তাকে সামলাতে পারবে? এই পরিস্থিতিতে হয়ে উঠতে পারবে জুজুর বন্ধু?

Advertisement

আরও পড়ুন, দিতিপ্রিয়ার সঙ্গে ‘অসাধারণ সম্পর্ক’ রয়েছে গৌরবের!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement