Rubina Dilaik

গায়ের রং শ্যামলা, অভিনেত্রী রুবীনার ২০ মাসের মেয়ের সঙ্গে তাই কী ঘটল?

গায়ের রং নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিতর্ক হয়েছে বিপুল। তার পরেও রুবীনা এবং অভিনবের ২০ মাসের মেয়ের সঙ্গে কী কী ঘটল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:৫০
Share:

বিরক্তি উগরে দিলেন রুবীনা। ছবি: সংগৃহীত।

গায়ের রঙের জন্য অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে একসময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এ কথা বহু সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। তখন বয়স খুবই কম। সময়ে পেরিয়েছে, যুগ বদলেছে। কিন্তু এখনও কালো, ফর্সার পার্থক্য রয়েই গিয়েছে। সেই দৃষ্টান্ত আবার দেখা গেল। হিন্দি ধারাবাহিকের চেনা মুখ রুবীনা দিলৈক। ২০২৩ সালের নভেম্বরে যমজ সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

Advertisement

সেই ডিসেম্বরে বলিউডি কায়দায় দুই মেয়েকে প্রথম বার প্রকাশ্যে আনেন রুবিনা এবং অভিনব শুক্ল। যমজ দুই মেয়ে একই রকম দেখতে হলেও তাদের গায়ের রঙে রয়েছে সামান্য পার্থক্য। এ বার সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রীর কিছু আত্মীয়স্বজন এমন কিছু কিছু উপদেশ দিয়েছেন যা শুনে খুবই বিরক্ত রুবীনা। ২০ মাসের মেয়ের গায়ের রং ফর্সা করার জন্য কী কী গালে ঘষতে হবে, সেই টিপস্‌ও নাকি তাঁকে অনেকে দিয়েছেন।

অভিনেত্রী বললেন, “সবাইকে বলা আছে আমার দুই মেয়েই সুন্দর। দয়া করে বাড়ি বয়ে এসে কোনও তুলনা টানবেন না। আমার এক মেয়ে খুব ফর্সা। আর আর এক জন সেই তুলনায় শ্যামলা বর্ণের। তা-ই নিয়ে কত জনের কত আলোচনা। কেউ কেউ তো আবার আমায় বলেছেন, বেসন গুলে ওর গালে লাগাতে। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমার মেয়েরা যেমন, তাতেই আমি খুশি। এই ধরনের আলোচনা এ বার বন্ধ হোক।”

Advertisement

২০২৩ সালের মাঝামাঝি সময়ে নিজের ভ্লগে ‘বিগ বস্’ বিজয়ী রুবীনা জানান যে তিনি মা হতে চলেছেন। তবে তিনি যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন, তা নাকি ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি অভিনেত্রী। এমনকি, মাস তিনেক নিজের পরিবারের কাউকেও নাকি মা হতে চলার খবরও জানাননি রুবিনা। তবে সেই খবর প্রকাশ্যে আসার পরে মাতৃত্বকালীন ফোটোশুট থেকে নিজের সাধের ছবিও সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement